২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে কাভার্ডভ্যান চাপায় আহত সার্জেন্ট কিবরিয়া মারা গেছেন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৯ অপরাহ্ণ, ১৬ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত বরিশালের পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়া (৩৫) মারা গেছেন। আজ বেলা ১১টা ৫৮ মিনিটে তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়াকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এ সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কাভার্ডভ্যান চাপায় তিনি গুরুতর আহত হন। কাল রাত ৮টার দিকে আহত কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

আজ কিবরিয়ার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলাউদ্দিন। এখন কিবরিয়ার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

কাল চাপা দেওয়ার ঘটনার পর নলিছিটি থানা-পুলিশের সহায়তায় কাভার্ডভ্যানটি জব্দ ও এর চালক জলিল সিকদারকে আটক করা হয়। আটক জলিল সিকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুচ্ছামারি এলাকার বাসিন্দা।

চাপা দেওয়ার ঘটনায় আটক কাভার্ডভ্যানের চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। কাল দিবাগত রাতে বরিশাল নগরের বন্দর থানায় ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে বেপরোয়া গতিতে যান চালানো, সংকেত অমান্য, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তির (মোটরসাইকেল) ক্ষতিসাধন, হত্যার উদ্দেশ্যে আক্রমনসহ সাতটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন