২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ২ বাসের সংঘর্ষে আহত ২৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৭ অপরাহ্ণ, ২৩ জুন ২০২২

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ২ বাসের সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠির নলছিটি থানাধীন দপদপিয়ার জোলাখালি খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বরিশালটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুয়াকাটাগামী ইতি পরিবহনের বাসের সঙ্গে নলছিটি থেকে বরিশালগামী হিযবুল্লাহ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি পুলিশ হেফাজতে আছে বলে জানান ওসি।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ সাইফুল ইসলাম বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ১৩ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন