২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫১ অপরাহ্ণ, ২১ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা:: পটুয়াখালীর কলাপড়ায় বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের ২৭১ ও ২৭০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস কলাপাড়া শাখার উদ্যোগে শনিবার সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তেন এ কোর্স’র অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপী ওরিয়েন্টশন কোর্স’র উদ্ভোধন ও বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিমের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল আঞ্চলিক পরিচালক ও সম্পাদক মো. আক্তারুজ্জাম, বাংলাদেশ স্কাউটস কলাপাড়া শাখার সম্পাদক নুরুল হক। এসময় বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল আঞ্চলিক লিডার ট্রেনার সদস্য আব্দুস সোবাহান, ডিআরসি ট্রেনিং বরিশাল অঞ্চল তুষার কান্তি চৌধুরী, ডিআরসি স্পেশাল ইভেন্টস বরিশাল অঞ্চল মো.মনিরুজ্জামান, বাংলাদেশ স্কাউটস বরগুনা জেলার সম্পাদক, মো.জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী ও পটুয়াখালী জেলার সহকারী পরিচালক সাখিলা ইয়াছমিন, বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজলা শাখার কমিশনার ইকবাল বাশার কাব লিডার মিজানুর রহমান সদস্য মো.মোয়াজ্জেম হোসেন সহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা শাখার সদস্য শিক্ষক আবুল বাসার। দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে কলাপাড়া উপজেলাধীন বিভিন্ন স্কুল মাদ্রাসার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদ প্রদান করা হয়।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন