২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ১৬৯ বসতঘর হস্তান্তর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ২০ জুন ২০২১

বাবুগঞ্জে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ১৬৯ বসতঘর হস্তান্তর

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে গৃহহীন দুঃস্থ অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২’এর আওতায় ১৮০টি বসতঘরের মধ্যে ১৬৯ বসতঘর হস্তান্তর করা হয়েছে। রোববার (২০ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে দ্বিতীয় পর্যায়ের ওই বসতঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে দেহেরগতি ইউনিয়নের গৃহহীন পরিবারের মাঝে রোববার দ্বিতীয় দফায় ১০টি বসতঘরের চাবি ও দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। এর আগে বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে প্রথম দফায় নির্মিত ১৫৯ বসতঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।

বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে দ্বিতীয় পর্যায়ে নির্মিত বসতঘরের ওই হস্তান্তর অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, শিশু একাডেমি কর্মকর্তা ইসমাইল হোসেন, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, সম্পাদক রোকন মিয়া, সাংবাদিক রেজাউল করিম, মহিউদ্দিন খান রানা প্রমুখসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২’এর আওতায় দু’দফায় জমিসহ বসতঘর পাচ্ছেন মোট ১৮০টি গৃহহীন পরিবার। এরমধ্যে রোববার ১০টিসহ মোট ১৬৯টি বসতঘর ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকি ১১টি ঘরের নির্মাণকাজ শেষের পথে রয়েছে। সেগুলোর রঙের কাজ সম্পন্ন হলে গৃহহীনদের মাঝে দ্রুত হন্তান্তর করা হবে। মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়নে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বদ্ধ পরিকর বলে জানান ইউএনও মোঃ আমীনুল ইসলাম। #

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন