২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০২২

বাবুগঞ্জে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা

আরিফ আহমেদ মুন্না বাবুগঞ্জে আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত ফাতিমা শশী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রাণী পালের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, সম্পাদক রোকন মিয়া ও মৎস্যজীবী সমিতির সভাপতি শাহজাহান হাওলাদার।

টাস্কফোর্স কমিটির ওই সভায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা শশী বলেন, ‘ইলিশের প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার ২২ দিন বাবুগঞ্জের নদনদীতে দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম অভিযান পরিচালনা করবে। বিগত বছরের চেয়ে এবারের অভিযান আরও জোরালো এবং কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য মৎস্য দপ্তরের নিয়মিত বরাদ্দের পাশাপাশি উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অতিরিক্ত আরও ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন