৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বিএনপি করুক আপত্তি নেই, ভালো মানুষ নিয়ে কাজ করতে চাই: শামীম ওসমান

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:২৩ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

বিএনপি করুক আপত্তি নেই, ভালো মানুষ নিয়ে কাজ করতে চাই: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দল মত না দেখে ভালো মানুষ নিয়ে কাজ করতে চান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সে ক্ষেত্রে কেউ বিএনপির রাজনীতি করলেও অসুবিধা নেই বলেও জানান তিনি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড ও নাসিক ১১ নম্বর ওয়ার্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। শামীম বলেন, আমরা ভালো মানুষদের দিয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি করতে চাই। সে কমিটিতে কমপক্ষে ৩৫ শতাংশ মহিলা থাকবে। এটা আমাদের নারায়ণগঞ্জ, আমাদের বাড়িঘর। আমরা চাই সবাইকে নিয়ে কাজ করবো।

এ সময় তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ করে বলেন, দল মত দেখবেন না। দেখবেন ভালো মানুষ কে। ভালো মানুষ নিয়ে ভাল কাজ হয়; খারাপ মানুষ নিয়ে খারাপ কাজ। আমরা ভালো মানুষদের নিয়ে এগুতে চাই। বিএনপি করুক আমার আপত্তি নেই। আমি চাই একটা সময় এ রাস্তায় আপনার আমার মেয়ে হাঁটবে ভয় পাবে না। এটা সম্ভব আমরা একসাথে কাজ করলে।

শামীম ওসমান আরও বলেন, তল্লা সড়কে এক্সিডেন্ট হচ্ছে। আমি প্রতিনিধি হিসেবে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুকে বলবো রোডস অ্যান্ড হাইওয়েতে যেতে। এ রাস্তাটা সিঙ্গাপুরের রাস্তার মতো হবে। এমন একটা পরিবেশ আমি তৈরি করতে চাই।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন