২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভারতে করোনার ভয়াবহ কামড়, একদিনে আক্রান্ত সোয়া লাখ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৫ অপরাহ্ণ, ০৮ এপ্রিল ২০২১

ভারতে জেঁকে বসেছে করোনা, একদিনে আক্রান্ত সোয়া লাখ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> মারণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) নাস্তানাবুদ ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সোয়া লাখের বেশি আক্রান্ত হয়েছেন। যা দৈনিক সংক্রমণে বিশ্বে নতুন মাইলফলক। এর আগে এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারিতে বিশ্বের কোনো দেশে একদিনে এতসংখ্যক মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েনি। খবর এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন। মারা গেছেন ৬৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের পরিসংখ্যান আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেল। গতকাল বুধবার এক লাখ ১৫ হাজার ৭৩৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়ার কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর মৃত্যু হয়েছিল ৬৩০ জনের, যা নভেম্বরের পর দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন মারা যাওয়া ৬৮৫ জন নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়াল এক লাখ ৬৬ হাজার ৮৬২ জনে।

এসব পরিসংখ্যান ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার ভয়াবহতাকে সামনে আনছে। নতুন সোয়া লাখ আক্রান্ত নিয়ে এ পর্যন্ত ভারতে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক কোটি ২৯ লাখ ৫৭৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর এটিই সর্বোচ্চ শনাক্ত।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন