২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় যাত্রীবাহী লঞ্চে তল্লাশি: ১২০ মণ মাছ জব্দ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:৩২ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পরিবহনের দায়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে চার হাজার ৮০০ কেজি মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।মঙ্গলবার (২৬ মার্চ) জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানা, মাদরাসা ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর আগে সোমবার (২৫ মার্চ) রাতে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে কোস্টগার্ড মাছগুলো জব্দ করে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা-রুটে চলাচলকারী কার্নিভ্যাল ক্রুজ লঞ্চে একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় ও লঞ্চ তল্লাশি করে চার হাজার ৮০০ কেজি বা বিভিন্ন প্রজাতির চিংড়ি, তপসি, ইলিশ, পোড়া মাছ জব্দ করা হয়। উল্লেখ্য, মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ।

133 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন