২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় সাড়ে ২৩’শ মণ সরকারি চাল উদ্ধার, মিল সিলগালা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৪ অপরাহ্ণ, ১৮ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, ভোলা:: ভোলা জেলা শহরের চরনোয়াবাদে বিসিক শিল্প নগরীতে খান ব্রাদার্স নামের মিলে খাদ্য মন্ত্রণালয়ের ২ হাজার ৩৫০ মণ চাল অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডে প্যাকেটজাত করার সময় উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হোসেন চালগুলো উদ্ধার করেন। এ সময় মিলটি সিলগালা করা হয়।

এছাড়া মিলের ম্যানেজার মো. মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। মোতালেব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোজাফফর সিকদারের ছেলে।

সহকারী কমিশনার কাউছার হোসেন বরিশালটাইমসকে বলেন, খান ব্রাদার্স মিলে ১০৩ মেট্রিক টন চাল ছিল। এর মধ্যে ৩ হাজার ২০০ বস্তায় ৯৪ মেট্রিক টন (২ হাজার ৩৫০ মণ) চাল খাদ্য মন্ত্রণালয়ের। বিভিন্ন চালের সঙ্গে এসব সরকারি চাল মিশিয়ে অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডে প্যাকেট করে বাজারজাত করা অভিযোগের প্রমাণ মিলেছে তাদের ‍বিরুদ্ধে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন