৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

মঙ্গল গ্রহে পাখি পেয়েছে নাসার রোবট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০০ অপরাহ্ণ, ০৭ মে ২০১৮

চলতি বছরের গোড়ার দিকে পৃথিবীর প্রতিবেশী মঙ্গল গ্রহের বেশ কিছু ছবি পাঠায় নাসা’র পাঠানো রোবটযান মার্স রোভার। সেসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাও চলছে। তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এসব বিষয়ে রহস্যময় কারণে নিশ্চুপ রয়েছে। এর আগে অবশ্য জল্পনার পালে গোড়াতেই পানি ঢেলে দিত নাসা। বেশ কিছুদিন ধরেই এর পরিবর্তন লক্ষ্য করছে এলিয়েন বিশ্বাসীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার রোববার এক প্রতিবেদনে জানায়, মঙ্গল গ্রহ থেকে জানুয়ারির ২০ তারিখে রোভারের পাঠানো বেশ কিছু ছবির মধ্যে একটিতে আশ্চর্যজনক দৃশ্য ধরা পড়ে। দেখা যায় মঙ্গল গ্রহের আকাশে উড়ছে পাখির মতো কোনো প্রাণী।

লাল গ্রহটিতে প্রাণ আছে কিনা সেই প্রশ্নেরই যখন সমাধান মেলেনি, সেখানে জলজ্যান্ত পাখিকে আকাশে উড়তে দেখে অনেকেই হতবাক হয়ে গেছেন। অবশ্য ছবিতে এটা স্পষ্ট নয়, সেটি পৃথিবীর বুকে যে ধরনের পাখি দেখা যায় তেমনটি কিনা!

দ্রুত উড়ে যাওয়ার কারণে পাখিটির ছবিও ঝাপসা উঠেছে। তবে সেটি যাই হোক, এমন আবিষ্কার মঙ্গল গ্রহ সম্পর্কে দীর্ঘদিনের ধারণাই পাল্টে দেবে বলে দাবি একটি পক্ষের।

ছবিটি প্রকাশের পর অবশ্য কেউ কেউ একে মিথ্যে দাবি করেছেন। বলেছেন, ফটোশপের কারসাজিতে মঙ্গলে কৃত্রিম পাখির সৃষ্টি হয়েছে। আবার কারও দাবি, নাসা’র মঙ্গলযান এমন কোনো ছবিই পাঠায়নি। পৃথিবীতেই কেউ বা কারা এমন দৃশ্য ধারণ করেছে।

তবে সত্যি মিথ্যে যাই হোক অনলাইনে ছবিটি প্রকাশের পরপরই কয়েক মিনিটের মধ্যে হাজারের বেশি মানুষ তা দেখে ফেলে। এমনকি তাদের দাবি, মঙ্গল গ্রহে শুধু পাখি নয়, আরও অনেক প্রাণীই থাকতে পারে।

কেউ কেউ আবার বলছেন, মঙ্গল গ্রহের একটি স্থানে কয়েক মাইল পর্যবেক্ষণ করে কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয়। তাদের দাবি, পৃথিবীর সাহারা মরুভূমিতে কিউরিসিটি রোভার’কে ছেড়ে দিলে পরিবেশ দেখে সেও পৃথিবীতে প্রাণ নেই বলেই তথ্য পাঠিয়ে দিত।

মঙ্গল গ্রহ প্রাণী থাকা নিয়ে এমন দাবি অবশ্য নতুন কিছু নয়। চলতি সপ্তাহেই এক নারী নিজেকে মঙ্গল গ্রহের বলে দাবি করে বসেছেন। বলেছেন, লাল গ্রহটির মাটির নিচে মানুষের বসবাস। দাবির স্বপক্ষে সেই নারী বেশ কিছু ছবিও দেখিয়েছেন।

এছাড়া মঙ্গল গ্রহের পৃষ্ঠে বিভিন্ন মূর্তি’র ধ্বংসাবশেষ রয়েছে বলেও একাধিক ছবি দেখে অনেকে দাবি তুলেছেন।

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন