২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মঠবাড়িয়ায় ১৭০ জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৩ অপরাহ্ণ, ১৪ জুলাই ২০২০

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদ মধ্যবর্তী মাঝের চরে ঘূর্ণিঝড় আম্ফান ও করোনায় কর্মহীন ১৭০ জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বলেশ্বর নদ মধ্যবর্তী মাঝেরচর জেলে পল্লীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উর্মী ভৌমিক।

স্থানীয় লণ্ডন প্রবাসি তরুণদের স্বেচ্ছাসেবি সংগঠন ঈমান ইনেশিয়েটিভ এর আয়োজনে ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও দুই জেলে পরিবারকে গৃহ নির্মাণ ও দশ জেলে পরিবারকে খাদ্য, নগদ অর্থ ও গৃহ নির্মাণে সহায়তা প্রদান প্রদান করা হয় । এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতার মা মুকুল বেগম, সংগঠনের স্থানীয় সমন্বয়কারি সাইক নাজাত, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক ইসরাত জাহান মমতাজ ও সমাজকর্মী মো. ইমরান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাতা লণ্ডন প্রবাসি মো.সাইফুল আমীন মিঠু। গত দুই বছর ধরে লণ্ডন প্রবাসি মঠবাড়িয়ার তরুণরা মিলে এলাকার দুর্যোগে হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে আসছেন।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন