২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মুক্তি পেলো স্বল্পদৈর্ঘ্য নাটক ‘ভালোবাসার পেতাত্মা’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫১ অপরাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

মুক্তি পেলো স্বল্পদৈর্ঘ্য নাটক ‘ভালোবাসার পেতাত্মা’

এই প্রথম মূল চরিত্রের অভিনেত্রীর হিরো হিসেবে অভিনয় করেছেন তরুণ নাট্যনির্মাতা মজিবর রহমান নাহিদ। সাধারণত রোমান্টিক ও ফানি নাটক পরিচলনা করলেও এবার একটি ব্যতিক্রমী স্বল্পদৈর্ঘ্য নাটকে কাজ করেন তিনি। নাটকের প্রধান চরিত্রে রয়েছেন তাজরিন জিন্নাত সুপ্তি। তাঁর চরিত্রটি একটি পেতাত্মার চরিত্র। মজিবর রহমান নাহিদের নিজের রচনা ও আশিকুল ইসলাম সজিবের পরিচলনায় নাটকটির নাম “ভালোবাসার পেতাত্মা” বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ই ফেব্রুয়ারি নাটকটি মুক্তি পেয়েছে।

তাজরিন জিন্নাত সুপ্তি বলেন, ‘এই প্রথম আমি অভিনয় করেছি আর প্রথম চরিত্রই একটি ভূতের চরিত্র। আমার বাসার পিছনে আমাদের একটি পুরানো বাড়িতে শুটিং হয়েছে। স্যুটিং এর সময় বেশ ভয় লেগেছিলো।’

মজিবর রহমান নাহিদ বলেন, ‘ইউটুবের জন্য এর আগে আমরা বেশ কয়েকটি নাটক, মিউজিক ভিডিও এবং সর্টফ্লিম তৈরি করেছি ইতিপূর্বে। কিন্তু এবার ব্যাতিক্রমী একটি স্বল্পদৈর্ঘ্য নাটক নিয়ে আমরা আসছি। এখানে বরিশালের এক ঝাঁক তরুণ-তরুণী অভিনয় করেন।’

নাহিদ আরও বলেন, ‘বিগত সময় ক্যামেরার পিছনে থেকে কাজ করতাম, এই প্রথম হিরো হিসেবে আমার কাজ করা, আশা করছি এবার একটি ভালো কাজ উপহার দিতে পারবো।’

এতে অভিনয় করেছেন, এইচ আর হীরা, এইচএম হেলাল, ফাইজুল ইসলাম, মোহন খান, সুজন, মাসুদ, ইমন খান, আল-আমিন, আসলাম, বিথি, নওরিন, তরিকুল, সাকিব, দীপ্ত ও রিফাতসহ আরও অনেকে। সহযোগিতায় ছিলেন মাহিন খান।

ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক নিবেদিত স্বল্পদৈর্ঘ্য এই নাটকটি শুক্রবার চৎরুড় গঁঃরসবফরধ এর অফিসিয়ার ইউটিউব আইডি ও বরিশালে বিভিন্ন ক্যাবেল নেটওয়ার্কে প্রচারিত হয়েছে।’’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন