২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রাঙ্গাবালীতে বিট পুলিশিংয়ের উঠান বৈঠকে পুলিশ সুপার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৪ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গাবালী:: মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উঠান বৈঠক করেছে পুলিশ। রাঙ্গাবালী থানার ৩ নম্বর বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকেলে উঠান বৈঠকে যোগ দেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান। এসময় তিনি শতাধিক মানুষের সামনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ সহ সামাজের নানান অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা ও স্থানীয়দের করণীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

এর আগে তিনি ওই দিন সকালে চরমোন্তাজে মান্তা সম্প্রদায়ের লোকদের মাঝে শীত বস্ত্র বিতরণ, দুপুরে থানা পরিদর্শন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন।
উঠান বৈঠকে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান ও ৩নং বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এসআই মমিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন