২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রেস্টুরেন্টের লাঞ্চে মিলল মূল্যবান মুক্তা!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৭ অপরাহ্ণ, ১৮ ডিসেম্বর ২০১৮

ঘটনাটি নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টের। সেখানে দুপুরের খাবার খাওয়ার সময় একজন মানুষ হঠাৎ সোনার মতো কোনো পদার্থের সঙ্গে আঘাত অনুভব করেন।

নিউ জার্সির বাসিন্দা ৬৬ বছর বয়সী রিক আন্তোশ নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল ওয়েস্টার বার ও রেস্টুরেন্টে দুপুরের খাবার খাচ্ছিলেন।

রিক বলেন, ‘হঠাৎ করে আমি একটি দাঁত কিংবা ওই রকম দেখতে কোনো পদার্থের ছোঁয়া অনুভব করি।’

তিনি আসলে যা পেয়েছিলেন তা কোনো দাঁত বা ওই ধরনের কোনো পদার্থ ছিল না। এটি ছিল একটি মূল্যবান মুক্তা!

রিক আন্তোশ মুক্তাটি তার পকেটে রাখেন। এরপর বাড়িতে চলে যান তিনি। বাড়িতে গিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ফোন করে ঘটনাটি জানান। তিনি জানতে চান এ রকম ঘটনা প্রায়ই ঘটে কি-না।

রিক বলেন, ‘আমি ফ্লোর ম্যানেজারকে পেয়ে যাই। তাঁকে জিজ্ঞেস করি কীভাবে এটি ঘটল। জবাবে তিনি জানান, তিনি এখনো এ ধরনের ঘটনা শোনেননি।’

তবে ওই রেস্টুরেন্টের প্রধান শেফ স্যান্ডি ইঙ্গবার নিউ ইয়র্ক পোস্টকে জানান, রেস্টুরেন্টটিতে গত ২৮ বছরে এই ঘটনাটি দ্বিতীয়বারের মতো ঘটেছে। এর আগে সেখানে একটি ডিনারে খাবারের ভেতর মুক্তা পেয়েছিলেন একজন। তিনি বলেন, ‘এটি অত্যন্ত বিরল, তাই এটি আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ।’

আন্তোশ যে খাবারে মুক্তাটি পেয়েছেন তার মূল্য ১৫.৫ ডলার। তবে বিশেষজ্ঞরা বলছেন তিনি যে মুক্তাটি পেয়েছেন তার মূল্য হতে পারে দুই হাজার থেকে চার হাজার ডলারের মধ্যে।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন