২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

লালমোহনের দুই ইউপিতে পুরাতনেই ভরসা করলো আওয়ামী লীগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৯ পূর্বাহ্ণ, ১৪ মে ২০২২

লালমোহনের দুই ইউপিতে পুরাতনেই ভরসা করলো আওয়ামী লীগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনের কালমা ও রমাগঞ্জ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। ওই নির্বাচনে কালমা ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়নটির বতর্মান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আক্তার হোসেন। অন্যদিকে, এ উপজেলার আরেক ইউনিয়ন রমাগঞ্জে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা মিয়া।

শুক্রবার বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, রাতে এ সংবাদ পেয়ে উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্নস্থানে চেয়ারম্যান সমর্থকরা আনন্দ মিছিল বের করেছেন। নির্বাচনকে ঘিরে এ দুই ইউনিয়নের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

তবে গুঞ্জন রয়েছে, এই দুই ইউপিতেই বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকতে পারেন আওয়ামী লীগের অন্তত বেশ কয়েকজন নেতা-কর্মী।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন