২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিক্ষা সরকারের দয়া নয়, মানুষের অধিকার: গণপূর্ত মন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩১ অপরাহ্ণ, ০১ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, পিরোজপুর::: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষা সরকারের দয়া নয়, মানুষের অধিকার। এজন্য সবার শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার বছরের প্রথম দিনেই ৩৫ কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।

বুধবার (০১ জানুয়ারি) জেলার সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণকালে তিনি এ কথা বলেন। এদিন জেলার সাতটি উপজেলায় প্রায় তিন লাখ শিক্ষার্থীর মধ্যে ২৫ লাখের বেশি বই বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে যাতে ঝরে না পড়ে সেজন্য সরকার বিনামূল্যে স্নাতক শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আজিযের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন