৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

সব জল্পনাকে উড়িয়ে দিয়ে বিস্ফোরক ‘রেস ৩’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৬ অপরাহ্ণ, ১৭ জুন ২০১৮

যা আশা করা হয়েছিল, ঘটল ঠিক তার উল্টোটা। সবাই মনে করেছিল, মোটেই ভালো করবে না ‘ভালো না হওয়া’ সালমান খানের ‘রেস ৩’। কিন্তু সব জল্পনার আগুনে পানি ঢেলে দিল ‘রেস ৩’-এর দ্বিতীয় দিনের কালেকশন। বিস্ময়কর, বিস্ফোরকও বটে।

ছবিটির রিভিউয়ে বার বারই হতাশাজনক, বাজে, খুব বাজে, আরো বাজে টাইপের কথা শুনতে হয়েছে। তবে, সব রিভিউ এবং রিভিউকারীদের ধারণার মূলে সজোরে আঘাত করে দ্বিতীয় দিনে তুলকালাম কাণ্ড করে বসল ‘রেস ৩’।

প্রথম দিনে খুব ভালো ব্যবসা করতে পারেনি ‘রেস ৩’। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ঈদের আগের দিন হওয়ায় মানুষ ব্যস্ত ছিল উৎসবপূর্ব কেনাকাটা ও অন্যান্য কাজে। তাই থিয়েটারমুখী হয়নি অনেকেই। তবে অডিয়েন্স ঝাঁপিয়ে পড়ে ঈদের দিন শনিবার। এবং সব ‘না’র মুখে ঝামা ঘসে দ্বিতীয় দিনে ছবিটি আয় করে ৩৭.১৪ কোটি রুপি। প্রথম দিনের ২৯.১৭ কোটিসহ দুই দিনের মোট আয় দাঁড়ায় ৬৭.৩১ কোটিতে।

বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, দুই দিনেই যা আয় হয়েছে তাতে তিন দিনে ১০০ কোটি রুপি আয়ের আশা করছেন সবাই।

একটা কথা না-বললেই না- সবাই ভুলে যান, ছবিটিতে আর কিছু না-থাকলেও আছেন ব্লকবাস্টার স্পেশালিস্ট সালমান খান। যাঁর নামেই অনেক কিছু বদলে যায়। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি।

উল্লেখ্যে, ‘রেস ৩’-এর স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয় ১৩০ কোটি রুপিতে, যা দিয়ে ছবিটি তৈরির খরচ আগেই উঠে গেছে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন