২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সুখবর: করোনা আক্রান্তে ২৪ ঘণ্টায় বরিশালে কোন মৃত্যু খবর নেই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৯ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে ২২ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ১, খুলনায় ১, সিলেটে ২, রংপুরে ১ এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। তবে দেশের সাত বিভাগে করোনায় প্রাণহানি হলেও এই সময়ে বরিশালে কোন মৃত্যুর সংবাদ নেই। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮৮১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃত চার হাজার ৮৮১ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ২ হাজার ৩৮২ জন (৪৮ দশমিক ৮০ শতাংশ), চট্টগ্রামে এক হাজার ২১ জন (২০ দশমিক ৯২ শতাংশ), রাজশাহীতে ৩২৯ জন (৬ দশমিক ৭৪ শতাংশ), খুলনায় ৪১৩ জন (৮ দশমিক ৪৬ শতাংশ), বরিশালে ১৮৩ জন (৩ দশমিক ৭৫ শতাংশ), সিলেটে ২২০ জন (৪ দশমিক ৫১ শতাংশ), রংপুরে ২৩০ জন (৪ দশমিক ৭১ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০৩ জন (২ দশমিক ১১ শতাংশ) রয়েছেন ।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৫টি ল্যাবে ১২ হাজার ৮১৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭৩০টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪১ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৫ হাজার ৮০৫ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯টি।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন