৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সোনার দাম কমল, বিকেল থেকেই কার্যকর

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৪ অপরাহ্ণ, ২০ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের বাজারে সোনার দাম কিছুটা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় দাম কমেছে ৮৪১ টাকা।

শনিবার (২০ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাক হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

94 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন