৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

স্মার্ট বাংলাদেশ সফল করতে দরকার স্মার্ট মানুষ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৬ অপরাহ্ণ, ২৩ এপ্রিল ২০২৪

বরিশাল, ১০ বৈশাখ (২৩ এপ্রিল):: আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর উদ্যোগে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আজ জেলার সাংবাদিক ও অংশীজনদের নিয়ে ‘‘স্মার্ট বাংলাদেশ এবং উন্নয়ন সাংবাদিকতা’’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনের ওপর জোর দিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ সফল করতে হলে আগে নৈতিক চরিত্রসহ সততা ও জবাবাদিহিতাসম্পন্ন মানুষ গড়তে হবে। তারা নেতিবাচক সাংবাদিকতার বদলে ইতিবাচক ও উন্নয়ন সাংবাদিকতার ব্যাপক প্রসার ঘটানোর আহ্বান জানান। জনস্বার্থে সংবাদ পরিবেশন করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের হয়রানিরোধে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে ‘স্মার্ট বাংলাদেশ এবং উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ ও স্লাইড উপস্থাপন করেন পিআইডি’র তথ্য অফিসার রাফিদ মাহবুব আহমাদ।

পিআইডির উপপ্রধান তথ্য অফিসার ডিপিআইও) ম.জাভেদ ইকবাল-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ রিয়াদুল ইসলাম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সভাপতি কাজী আল মামুন, মেট্রোপলিটন প্রেসক্লাব এর সভাপতি কাজী আবুল কালাম আজাদ এবং বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ।

সভায় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, অংশীজন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

69 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন