৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

হাজিরায় দেরি হওয়ায় ২ পুলিশকে ঘাস কাটতে বললেন আদালত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:১৭ অপরাহ্ণ, ২৩ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: হাজিরার জন্য আসামিদের নিয়ে পৌঁছাতে আধ ঘণ্টা দেরি হওয়ায় পুলিশের দুই সদস্যকে দুই ঘণ্টা ঘাস কাটার শাস্তি দিলেন আদালত। গত সপ্তাহে এমন শাস্তি দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি নিম্ন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের পরবনি জেলার মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে ধরা পড়া এক আসামিকে নিয়ে হাজির হন আদালতে। সকাল ১১টায় হাজিরার কথা থাকলেও দুই পুলিশ কর্মী আধ ঘণ্টা পরে সাড়ে ১১টা নাগাদ হাজির হয়েছিলেন। এতেই ক্ষুব্ধ হন ম্যাজিস্ট্রেট। দুই পুলিশ কর্মীকে দু’ঘণ্টার ঘাস কাটার নির্দেশ দেন তিনি।

যদিও ম্যাজিস্ট্রেটের আদেশ এখনও কার্যকর হয়নি। ঘাস কাটেননি দুই পুলিশ কর্মী। আপাতত কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে পুলিশের সংগঠনগুলি সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পরবনির এসপি যশবন্ত কালে বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পরে কনস্টেবলদের বক্তব্যসহ একটি বিশদ প্রতিবেদন বিচার বিভাগে পাঠানো হয়েছে।’

 

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন