৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপে সংঘর্ষে আহত ২০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫২ অপরাহ্ণ, ২১ মার্চ ২০২৩

হিজলায় জমি সংক্রান্ত বিরোধে দু’গ্রুপে সংঘর্ষে আহত ২০

হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২০ জন হয়েছেন। আহতদের হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শেবাচিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার (২০ মার্চ) আছরবাদ উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া বাংলাবাজারসংলগ্ন এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রিপন মোল্লার স্ত্রী মোসাঃ রাবেয়া (৩৫), মালেক মোল্লার মেয়ে মোসা: পারভীন বেগম (২৫), হাসান মোল্লার স্ত্রী আকলিমা বেগম (২৫), লাল মিয়া কবিরাজের ছেলে আল আমিন কবিরাজ (৩০), নুর মোহাম্মদ মিস্ত্রীর স্ত্রী নিলুফা বেগম (৩২), হেলাল খার স্ত্রী হাজেরা বেগম (৪৫), বিল্লাল জমাদ্দারের স্ত্রী মিনারা বেগম (৪০), হেলাল খানের ছেলে ইয়াকুব খান (১৫), লোকমান গাজীর স্ত্রী সেফালী বেগম (৩৫), কুদ্দুস হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২০), কালাম খার স্ত্রী কহিনুর বেগম (৫০), মৃত গফুর খার ছেলে হেলাল খান (৬০), আয়েশা বেগমসহ প্রায় ২০ জনের অধিক আহত হন।

দু’গ্রুপের গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত রিপন মোল্লা জানান, লোকমান গাজী এবং বিল্লাল জমাদ্দারের গংদের সাথে আমাদের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তাই পূর্ব পরিকল্পিতভাবে প্রায় ২০ থেকে ৩০ জন লোক ১ কিলোমিটার দূর থেকে এসে আমাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এত আমার স্ত্রীসহ কয়েকজন আহত হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, দুই পক্ষের জমি নিয়ে হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানকার পরিবেশ এখন স্বাভাবিক আছে। তবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত কেউ অভিযোগ করেনি, জানান ওসি।’

 

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন