২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

১ টাকায় ১ জিবি ইন্টারনেট!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩২ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: এবার সবচেয়ে কম দামে ১ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। গ্রাহকদের এই সুবিধা দিতে চলছে ওয়াইফাই ধাবা নামের এক টেলিকম প্রতিষ্ঠান। ৩ বছর আগে কাজ শুরু করলেও নানা সমস্যা আর আগায়নি ধাবা। সে সব সমস্যা ঠিকঠাক করেই নতুন করে পরিসেবা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে ভারতের বেঙ্গালুরে এই সেবা পাওয়া যাবে। ওয়াইফাই ধাবার এক মুখপাত্র জানিয়েছে, থার্ড পার্টি হার্ডওয়্যার, সফটওয়্যার বা কাঠামোর উপরে নির্ভর না করে নিজস্ব হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিং তৈরি করা হয়েছে ফলে খরচ অনেকটাই কমেছে। এছাড়া নতুন ডেটা ট্রান্সমিটিং-এ সুপারনোড প্রযুক্তি ব্যবহার করে রাউটারের মাধ্যমে সুপারনোডের ট্রান্সমিট সম্পূর্ণ করা হবে।

ওয়াইফাই ধাবার সিইও করম লক্ষণ গণমাধ্যমকে বলেন, আমাদের লক্ষ্য হল কম খরচে ইন্টারনেট পরিসেবা দেওয়া। এর আগে ৩ বছর আগেও এই প্রকল্প শুরু করি, তখন বুঝতে পারি যে মূল সমস্যাটি কানেকশন এবং দামের। এবারে ফাইবার প্রযুক্তি ব্যবহার করে কানেকশন কিনে আইএসপি হিসাবে কাজ করেছি। এতে পুরনো সমস্যা গুলো আর হবে না।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন