২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

২৫ ঘরে ভয়াবহ আগুন, রাস্তা দিয়ে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিস

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৮ পূর্বাহ্ণ, ২৭ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নারায়ণগঞ্জের মুসলিমনগর এলাকায় প্রায় ২৫টি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, হঠাৎ করেই আগুন লাগার পরে সেখানে প্রায় ২৫টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করছে। ফায়ার সার্ভিসও রয়েছে এখানে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও সরু সড়কের কারণে সেখানে আগুন নেভাতে দ্রুত পদক্ষেপ নিতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সাংবাদিকদের জানান, সরু সড়কের কারণে সেখানে পানির ট্যাঙ্কগুলো আমরা প্রবেশ করাতে পারিনি। তিনটি ইউনিট কাজ করছে, আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। সেখানে ২৫টির মত আধাপাকা ঘর রয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া স্টেশনের ফায়ার ম্যান মাহমুদুর হাসান সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফতুল্লা স্টেশন এবং আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে সড়ক সরু হওয়ায় আরো ইউনিট এখনো যায়নি। আগুন নেভাতে কাজ চলছে।

তিনি আরও জানান, প্রায় ২৫টি ঘরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে সেখানে থাকা আমাদের টিম জানিয়েছে। পরে বিস্তারিত ও আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি জানাতে পারবো।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন