৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পানছড়িতে চার পায়ের মুরগীর ছানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৫ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: জেলার পানছড়িতে ডিম থেকে সদ্য ফুটেছে চার পায়ের এক আজব মুরগীর ছানা। চার পা দিয়ে সে মায়ের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে আঙিনার এপার থেকে ওপার। লোকমুখে জানাজানি হলে এই আজব মুরগীর ছানাটি দেখার জন্য গত দুদিন ধরে ছুটে আসছে দর্শনার্থীরা। খবর পেয়ে সরেজমিনে উপজেলার ইসলামপুর গ্রামের দেলোয়ারের বাড়িতে গেলে দেখা মিলে মুরগীর ছানাটির।এ ব্যাপারে জানতে চাইলে দেলোয়ার রং মালার সঙ্গে কথা বলতে বলেন। জানা যায়, দেলোয়ারের সহধর্মিনীর নাম সালমা হলেও সে রং মালা নামেই পরিচিত। রং মালা জানায়, মুরগীটি ১০টি ডিম নিয়ে তা বসলে গত শনিবার ডিম থেকে ৭টি ছানা ফুটে।

প্রথম দুদিন কিছুই বুঝিনি। হঠাৎ দুদিন পরে নজরে পড়ে ছানাটির চারটি পা। অন্য ছানাগুলোর চেয়ে তার চলার গতি অনেক দ্রুত। তবে ঠোঁটটার অনেকাংশ বাঁকা। এটি সুস্থভাবে চলাফেরা করছে বলেও জানান।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন