২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেনের বৃক্ষরোপণ কর্মসূচি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০০ অপরাহ্ণ, ০৭ আগস্ট ২০২০

বাবুগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন

আরিফ আহমেদ মুন্না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক কৃষিবিদ মো. দেলওয়ার হোসেন। গতকাল (৬ আগস্ট) উপজেলার উত্তর রহমতপুর গ্রামে ফেরদৌসী বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কয়েকটি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের মাধ্যমে বাবুগঞ্জে ওই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় তার সহধর্মিণী সমাজসেবিকা ফরিদা পারভীন উপস্থিত ছিলেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, বন কর্মকর্তা (ফরেস্টার) নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদার, সম্পাদক মাসুদ আহমেদ খান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাঁদপাশা ইউপি সদস্য জাকির হোসেন প্রমুখসহ বিভিন্ন সুধীজন ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ প্রসঙ্গে বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক কৃষিবিদ মো. দেলওয়ার হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবুজ বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় আমার জন্মভূমি বাবুগঞ্জে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও চারা রোপণ কার্যক্রম হাতে নিয়েছি। কারণ, পৃথিবীকে বাঁচিয়ে বাসযোগ্য রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই। বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধেও বৃক্ষের ভূমিকা অপরিসীম।’

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে অতিরিক্ত সচিব কৃষিবিদ মো. দেলওয়ার হোসেন রহমতপুরে উপজেলা হর্টিকালচার সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. শহীদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং সেন্টারের উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন