৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
হেলিকপ্টার থেকে পানি দিয়েও থামানো যাচ্ছে না সুন্দরবনের আগুন শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ

কাঁঠালিয়ায় কথিত সাংবাদিক রাজিব তালুকদার কারাগারে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির মামলায় রাজিব তালুকদারকে (৩০) কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সে কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের মুজিব তালুকদারের ছেলে।

জানা গেছে, কাঁঠালিয়া সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের কাছে বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনায় ভয়ভীতি এবং ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দিয়ে সম্মানহানি করার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে রাজিব তালুকদার। এ ঘটনায় ওই ইউপি সদস্য বাদী হয়ে গত ১০ জুলাই রাজিব তালুকদারসহ ৩ জনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

অপর ২জন আসামী হচ্ছে- আনইলবুনিয়া গ্রামের রাব্বানি হাওলাদার এবং রাজিব খান।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন