৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সাত দিনের রিমান্ডে হেফাজত ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৩ অপরাহ্ণ, ১২ এপ্রিল ২০২১

সাত দিনের রিমান্ডে হেফাজত ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। আজিজুল হক হেফাজতের মুখপাত্র ও শীর্ষস্থানীয় নেতাদের একজন।

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম এ কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৩ সালের ৬ মে পল্টন থানায় দায়ের করা এক মামলায় আজিজুলকে গ্রেফতার করা হয়।

এর আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন আজিজুল হক গণমাধ্যমকে জানিয়েছিলেন, রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে গতকাল রোববার হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করেছিলেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী। তিনি বলেছিলেন, হাটহাজারী মাদ্রাসায় বৈঠক শেষে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছিল।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন