৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

অনলাইনে অর্ডার করে আনা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ০৭ জানুয়ারি ২০২৩

অনলাইনে অর্ডার করে আনা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ভারতের কেরালায় রেস্তোরাঁ থেকে অনলাইনে অর্ডার করে আনা বিরিয়ানি খেয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। জানা গেছে, অনলাইনে অর্ডার করে খাবারটি আনেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, বিরিয়ানি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ২০ বছর বয়সি ওই তরুণী। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়া হয়ে মারা গেছেন তিনি। এ ঘটনার পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ। সূত্র: এনডিটিভি

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম অঞ্জু শ্রীপার্বতী। তিনি কাসারাগোডের পারুমবালার বাসিন্দা। গাসারাগোডের রোমানসিয়া নামক একটি রেস্তোরাঁ থেকে গত ৩১ ডিসেম্বর বিরিয়ানি অর্ডার করেন তিনি। পরবর্তীতে তা খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

পুলিশ আরও জানিয়েছে, এরপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে শ্রীপার্বতীকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন চিকিৎসকরা।’

 

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন