৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বরিশালসহ ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ঝালকাঠিতে পারিবারিক বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার নাব্যতাসংকটে কীর্তনখোলা, লঞ্চসহ পণ্যবাহী নৌযান ঘাটে ভিড়তে ভোগান্তি উজিরপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: প্রায় সোয়া কোটি টাকায় সংস্কার কাজে চরম অনিয়ম-দুর্নীতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ হবিগঞ্জে দুর্ঘটনা: গলাচিপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন ভোলায় দেড় হাজার টাকা কেজির নিচে মিলছে না ইলিশ

বরগুনা শিল্পকলা একাডেমির নির্বাচন স্থগিত

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৩ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি ২০২৩

বরগুনা শিল্পকলা একাডেমির নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক. বরিশাল: বরগুনা জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচনটি স্থগিত করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি মঙ্গলবার এ নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।

বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয় যে, বরগুনা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি নির্বাচন- ২০২৩ উপলক্ষে দেওয়া ভোটার তালিকা অস্বচ্ছ। এ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে।

 

এমতাবস্থায়, নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। ০৫.১০.০৪০০, ১১২, ২৬.০০২, ১৯-০২ নম্বর স্মারকের তফসিলে ঘোষিত বরগুনা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

 

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মুনিরের অপসারণ, নতুন ভোটার করার দাবি এবং বর্তমান নির্বাচন স্থগিতের আহবান জানিয়ে সাংস্কৃতিক কর্মীদের এক অংশ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন