৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

২ হাজারের বেশি যাত্রী নিয়ে মাঝ নদীতে বিকল লঞ্চ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৬ অপরাহ্ণ, ০৮ সেপ্টেম্বর ২০১৭

বরিশাল নৌ বন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে এমভি তাসরিফ-৩ নামে একটি লঞ্চ মাঝ নদীতে বিকল হয়েছে। লঞ্চটির তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করায় দুর্ঘটনার আশঙ্কায় নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন লাগোয়া কীর্তনখোলা নদীতে।

লঞ্চটিতে ২ হাজারেরও বেশি যাত্রী রয়েছে বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন একাধিক যাত্রী।

ওই লঞ্চের যাত্রী ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন- রওনা হয়ে লঞ্চটি ওই স্থানে যাওয়ার পরে হঠাৎ তলা ফেটে পানি উঠতে দেখা যায়। এ সময় যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করলে লঞ্চ দ্রুত চরে উঠিয়ে দেওয়া হয়।

ওই শিক্ষার্থী অভিযোগ করেছেন- লঞ্চটিতে ঢাকায় যেতে ঝুঁকি থাকলে দ্রুত মেরামত করে ছাড়তে চাইছে কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা ঊৎকণ্ঠায় রয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিস কর্মকর্তা (বন্দর) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে রাত ৯টার দিকে নৌ পুলিশ ও তাদের কর্মকর্তারা ছুটে গেছেন। বিস্তারিত জেনে বলতে পারবেন লঞ্চটি ঢাকার উদ্দেশে যাওয়ার অনুমতি পাবে কী না।’’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন