৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সন্ধান মিলল বিপুল পরিমাণ হীরার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৭ অপরাহ্ণ, ১৮ জুলাই ২০১৮

হীরা পৃথিবীতে সহজে পাওয়া যায় না, এমনটাই ধারণা সবার। আর এ কারণেই হীরার এত দাম। মহামূল্যবান বস্তুটিকে ব্যবহার করা হয় গহনা হিসেবেও। তবে এবার মানুষের ধারণার তুলনায় বহুগুণ বেশি হীরার সন্ধান পেয়েছেন গবেষরা। যার পরিমাণ মোটেই কম নয়- কোয়াড্রিলিয়ন টন। এ পরিমাণ বিলিয়ন-ট্রিলিয়ন টনের চেয়েও অনেক বেশি।

মজার বিষয় হলো হীরাগুলো পৃথিবীর বাইরে কোথাও নয়, পৃথিবীতেই রয়েছে। তবে তা উদ্ধার করা সহজ কাজ নয়।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকরা সম্প্রতি সিসমিক জরিপ করে এ হীরার সন্ধান পেয়েছেন।

গবেষকরা বলছেন, এ বিপুল পরিমাণ হীরা রয়েছে ভূপৃষ্ঠের ৯০ থেকে ১৫০ মাইল গভীরে। অংকের হিসাবে কোয়াড্রিলিয়ন টন বা এক ট্রিলিয়ন টনের ১,০০০,০০০,০০০,০০০,০০০ গুণ বেশি হীরা রয়েছে সেখানে।

বর্তমান প্রযুক্তিতে ভূপৃষ্ঠের এত গভীরে গিয়ে হীরা উত্তোলন করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে হয়ত উন্নত প্রযুক্তির ব্যবহারে সে হীরাও উত্তোলন করা সম্ভব হবে, এমনটাই আশা করছেন গবেষকরা।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন