৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

অভূতপূর্ব: মৃত বাচ্চাকে ১৬ দিন পিঠে বহন করল তিমি!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৭ অপরাহ্ণ, ১৩ আগস্ট ২০১৮

মৃত বাচ্চাকে ১৬ দিন ধরে পিঠে বহন করেছে কিলার হোয়েল প্রজাতির একটি তিমি।কানাডার দক্ষিণ পশ্চিম উপকূলের ভ্যাঙ্কুভার দ্বীপের তীরে এ ঘটনা ঘটেছে। গত ২৪ জুলাই প্রথমবারের মতো তিমিটিকে মৃত বাচ্চা বহন করতে দেখা গেছে। গবেষকরা বলছেন, তিমিটি মৃত বাচ্চা বহন করে রেকর্ড গড়েছে। সাধারণত এই প্রজাতির তিমিরা এক সপ্তাহ পর্যন্ত তাদের মৃত বাচ্চা বহন করে।

তিমি গবেষক কেন ব্যালকম্ব বলেন, এটা তার আরেকটি বাচ্চা হারানোর শোক প্রকাশের নিজস্ব ধরন হতে পারে।এর আগে তিমিটি সম্ভবত আরো দুটি বাচ্চা হারিয়েছে। বাচ্চা হারানো এসব প্রাণীর জন্য খুবই কষ্টের।

তিনি বলেন, এই মা তিমির অতিরিক্ত শোক প্রকাশ খুবই অস্বাভাবিক। আমরা দেখেছি যে মা তিমিরা মৃত বাচ্চা দিনের কয়েক ঘণ্টা ধরে বহন করে থাকে। কয়েক বছর পর আমরা এমনটি দেখলাম।

তিনি জানান, গত ২৪ জুলাই বাচ্চা তিমিটি মারা যায় বলে মনে করা হচ্ছে।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন