৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ বিয়ের সপ্তাহ পেরোতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী

জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন বরিশালের সন্তান ফজলে রাব্বি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ওয়ানডে দল। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন এই দলে নতুন মুখ ব্যাটসম্যান ফজলে রাব্বি। বরিশালের সন্তান রাব্বি ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কারই পাচ্ছেন।

কিছুদিন আগেই জাতীয় লিগে করেছেন ডাবল সেঞ্চুরি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে রাব্বিকে বেছে নেওয়ার পেছনে তাঁর বাঁ হাতি ব্যাটসম্যান পরিচয়টা বড় ভূমিকা রেখেছে। আঙুলের চোটের কারণে সাকিব আল হাসান যেহেতু এই সিরিজে নেই, তাই রাব্বিকে দিয়ে তাঁর অভাব পূরণের চেষ্টা হয়েছে।

সাইফউদ্দিনও এই দলের একটা চমক। গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি সর্বশেষ খেলেছিলেন।পারফরম্যান্স খুব ভালো না হওয়ায় দল থেকে বাদ পড়েছিলেন।

এর পাশাপাশি বাকি দল মোটামুটি অপরিবর্তিতই আছে। চোটের কারণে তামিম ও সাকিবই কেবল নেই। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, জিম্বাবুয়ের বিপক্ষে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করা হবে না। নির্বাচকেরা কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাননি।এশিয়া কাপে খেলা বেশির ভাগ খেলোয়াড়ই আছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে। শুধু বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার ও মুমিনুল হক।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ,সাইফউদ্দিন, ফজলে রাব্বি।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন