৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

ঝালকাঠিতে সাড়ে ১১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৬ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, ঝালকাঠী:::  ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫শ কেজি নিষিদ্ধ পলিথির উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব ৮ বরিশালটাইমসকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঝালকাঠির নলছিটি উপজেলার কয়েকটি গুদামে অভিযান চালিয়ে মজুদ করা ১১ হাজার ৫শ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার হয়। এসময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে মো. নুরুজ্জামান (২৭), মো. নাজিম (২৬) ও মো. মাহফুজুর রহমান (৩০) নামে তিনজনকে আটক করা হয়। আটকদের কাছে নিষিদ্ধ পলিথিন রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপর তারা দোষ স্বীকার করলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম ভ্রাম্যমাণ আদালতের বিচারে আটক নুরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. নাজিম ও মো. মাহফুজুর রহমানকে ২৫ হাজার টাকা করে জরিমানা ও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন