৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জেরুসালেমের আল রাসাসি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৫ অপরাহ্ণ, ২১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: জেরুসালেমের অন্যতম একটি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল। বুধবার এই মসজিদটি ৬ মাসের জন্য বন্ধ করে দেয় ইহুদিবাদী দেশটি। আল রাসাসি নামের মসজিদটি আল আকসা মসজিদের কাছে অবস্থিত। খবর আনাদোলু বার্তা সংস্থার।

এই মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জর্ডান সরকারের নিয়োগকৃত কর্তৃপক্ষ। তাদের কার্যালয় হিসেবে আল রাসাসি মসজিদের অংশ বিশেষ ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে ছয় মাসের জন্য তা বন্ধ করে দিয়েছে ইসরাইল।

ইসরাইলি পুলিশের অভিযানের পর পূর্ব জেরুসালেমে অবস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রীয় টেলিভিশন ও ফিলিস্তিনি ন্যাশনাল এডুকেশন ডিরেক্টরেটও ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে পুরো শহরটির দখল নিয়ে রাজধানী ঘোষণা করে তারা।
7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন