৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পিরোজপুরে স্কুলছাত্রীর বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫০ অপরাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, পিরোজপুর :: পিরোজপুরের কাউখালীতে নবম শ্রেণির এক ছাত্রীর (১৩) বাল্য বিয়ে ঠেকিয়ে তাকে ক্লাসে ফিরিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাগুরা গ্রামে বর পক্ষের সঙ্গে ওই শিক্ষার্থীর বিয়ের কথা পাকাপাকি করার সময় বাধা দেন ইউএনও। সে পূর্ব আমড়াজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ইউএনও বলেন, ‘কথা পাকাপাকি করার সময় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দিই। পরে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে আবারও ক্লাসে বসিয়ে দিই। পরে বাল্য বিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের জানাই।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন