Bkash

বরিশাল

বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান ডাকুয়া গ্রেপ্তার

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৬ আগস্ট, ২০২৫ ১৮:৫১

প্রিন্ট এন্ড সেভ

বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান ডাকুয়া গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লী‌গের (কার্যক্রম নি‌ষিদ্ধ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ‌্যমে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, লোকমান হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতে জামিনে থাকলেও নিয়ামতি ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘লোকমান হোসেন ডাকুয়া বিস্ফোরক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তাকে গ্রেপ্তার ক‌রে আদালতের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৬ আগস্ট, ২০২৫ ১৮:৪৬

প্রিন্ট এন্ড সেভ

বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষককে অনতিবিলম্বে বহিষ্কার এবং প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশের দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে।

মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিস, ল্যাব প্র্যাকটিস ও ক্লাস বর্জন করে কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় তারা অভিযুক্ত তিন শিক্ষক আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগমকে ক্যাম্পাসে লাল কার্ড প্রদর্শন করে এবং চোখে লাল কাপড় বেঁধে প্রতীকী নীরবতা পালন করেন।

শিক্ষার্থীরা জানান, “নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা গত ৬ মে আন্দোলন শুরু করেছিলাম। তখন আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালানো হয়।

হামলাকারী ও তাদের মদদদাতা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু চার মাস পার হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যারা আমাদের লাঞ্ছিত করেছে, তারা এখনও স্বপদে বহাল আছেন। তাদের দ্রুত বদলি বা অপসারণ না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।”

স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বরিশাল নার্সিং কলেজের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালানো হবে। সোমবার ক্লাস বর্জন ও স্মারকলিপি প্রদান করা হয়েছিল। আজ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও প্রতীকী নীরবতার মধ্যদিয়ে অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।”

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নসিমন চালক নিহত

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৬ আগস্ট, ২০২৫ ১৫:৫৯

প্রিন্ট এন্ড সেভ

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নসিমন চালক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা মজিদবাড়ি কন্ডুবাড়ি এলাকায় মো. শাহাদাত হোসেন সরদার (৩৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত ৮ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ইল্লা গাইনের পাড় গ্রামের আফসার আলী সরদারের ছেলে। জানা যায়, কুন্ড বাড়ির সামনে বড় গর্ত থাকায় নসিমন গাড়ি উল্টে রাস্তায় উপরে পড়ে যায় শাহাদাত সরদার। তখন পিছন থেকে আসা যাত্রীবাহি পরিবহনের চাকার নিচে মাথা পড়ে ঘটনাস্থলে মারা যায় তিনি।

কালকিনি থানার ওসি বলেন, ভূরঘাটা সড়ক দুর্ঘটনায় কথা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়ে সড়কের যানজট মুক্ত করি এবং ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশালে ভুল চিকিৎসায় ইউপি সদস্যের মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৫ আগস্ট, ২০২৫ ১৭:৫৩

প্রিন্ট এন্ড সেভ

  বরিশালে ভুল চিকিৎসায় ইউপি সদস্যের মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সাবেক এক ইউপি সদস্যার মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ আগস্ট) মামলা দায়েরের পর পুলিশ চিকিৎসক কিরন বেপারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

উপজেলার কান্দিরপাড় গ্রামের সঞ্জিব বালা বলেন, আমার মা রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যা লিপিকা বালা (৬০) গত শনিবার থেকে ডায়রিয়া ও সামান্য জ্বর আক্রান্ত হয়ে নিজ বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন।

২৪ আগস্ট গুরুতরভাবে অসুস্থ্ হয়ে পড়লে এ সময় আমি প্রতিবেশী পল্লী চিকিৎসক কৃষ্ণ কান্ত বাড়ৈর ছেলে কিরণ চন্দ্র বাড়ৈকে খবর দেই। চিকিৎসক কিরণ চন্দ্র বাড়ৈ এসে মায়ের শরীরে স্যালাইন ও একটি ইনজেকশন পুশ করার সাথে সাথেই মায়ের মৃত্যু হয়। চিকিৎসকের ভুল চিকিৎসায় মা মারা গেছেন। এ সময় মাকে মৃত ফেলে চিকিৎসক পালিয়ে যান।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, সাবেক নারী ইউপি সদস্য মারা যাওয়ার বিষয়টি পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, হাতুড়ে ওই চিকিৎসকের অপচিকিৎসায় এর আগেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অস্বীকার করে কিরণ চন্দ্র বাড়ৈ বলেন, আমি চিকিৎসা দেওয়ার আগেই রোগী মারা গেছে।

অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসক হিসেবে আপনার কোনো সনদ আছে কিনা জানতে চাইলে চিকিৎসক কিরন চন্দ্র বাড়ৈ বলেন, আমার শুধু ৫ মাসের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ ছাড়া আর কোনো সার্টিফিকেট নেই।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় মৃত লিপিকা বালার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা বাদী হয়ে ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যুর অভিযোগ এনে সোমবার সকালে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে পল্লী চিকিৎসক কৃষ্ণ কান্ত বাড়ৈর ছেলে কিরণ চন্দ্র বাড়ৈকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.