primary-ads

পটুয়াখালী

বাউফলে আসামীদের ভয়ে বাড়ি ছাড়া বাদীর পরিবার

বরিশালটাইমস রিপোর্ট

২০ জুলাই, ২০২৫ ১৬:২৬

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে আসামীদের ভয়ে বাড়ি ছাড়া বাদীর পরিবার

পটুয়াখালীর বাউফলে ন্যায় বিচার পেতে আদালতে মামলা করার কারণে আসামীদের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদি ও তার পরিবার। এমন ঘটনা ঘটেছে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে।

মামলার বাদি শিরিনা বেগম জানান, আমার শ্বাশুড়ি বগা বন্দরের রিপন গাজী ওরফে সুধী রিপনের ৫লাখ ৫০হাজার টাকা চড়া সুদে গ্রহণ করেন। ওই সুদের টাকা জন্য চাপ দিলে দিতে না পাড়ায় আমাদের মারধর করে সুদি ব্যবসায়ী রিপন গাজীকে তার পাওনা টাকা বাবদ ৪৫ শতাংশ জমি কবলা মূলে হস্তান্তর করা হয়।

কিছুদিন পরে আবার সুদী রিপন আরো টাকা দাবি করেন। সুদের টাকা না দেওয়ায় আমাদের ওপর আবার নির্যাতন শুরু করে। নিরুপায় হয়ে ১৫ হাজার টাকা করে দুই মাস সুদের টাকা দিয়েছি। আর্থিক অনাটনের কারণে তাদের দাবিকৃত অযৌক্তিক সুদের টাকা দিতে না পারায় গত ১৩ জুন আমাকে মারধর ও নির্যাতন করে।

পরে আমার ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন সহ ঘরের যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। পরে আমাদের বসত ঘরে তালাবদ্ধ করে রাখে। আমাকে মেরে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিষয়টি পুলিশকে জানানো হলে আমরা ন্যায় বিচার পাইনি। পরে বিচারের দাবিতে সুদি রিপনসহ ৮জনকে আসামী করে আদালতে মামলা করি।

এতে সুদি রিপন সহ তার সন্ত্রাসী বাহিনীরা আমার এবং আমার স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। তারা আমাদের মামলা তুলতে বলে। অন্যথায় আমাদের হত্যার হুমকি দেয়। তাদের ভয়ে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।

ওই নারীর স্বামী শামীম খান বলেন, সুদের টাকার জন্য জমি দিয়ে দিয়েছি। তারপরেও আরো সুদের টাকা দাবি করে । যা সম্পূর্ণ অন্যায়। তারা অনেক ক্ষমতাবান হওয়ায় আমরা প্রতিবাদ করতে পারছি না।

টাকা না দেওয়ায় মারধর করে আমাদের ঘরথেকে বের করে দিয়ে মালামাল সহ ঘর দখল করে নেয়। আদালতে মামলা করার কারণে আমাদের হত্যার হুমকি দেয়। এখন স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিপন গাজী বলেন, শিরিনার শাশুড়ী জমির মালিক। তিনি আমার কাছে জমি বিক্রি করেছে এবং জমি আমাকে দখল বুঝিয়ে দিয়েছে।

এখন তার আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি সেখানে জবাব দিব। এবিষয়ে থানার ওসি আখতারুজ্জামান বলেন, এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

আরও পড়ুন:

কুয়াকাটায় বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলির ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে মানববন্ধন

বরিশালটাইমস রিপোর্ট

২৭ জুলাই, ২০২৫ ১৮:৪০

প্রিন্ট এন্ড সেভ

কুয়াকাটায় বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলির ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে মানববন্ধন

বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারোটায় কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়ার সর্বস্তরের জেলেদের আয়োজনে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ, কুয়াকাটা জেলে সমিতির সভাপতি আবু হানিফ ঘরামী ও কুয়াকাটা মাঝি সমিতির সভাপতি চান মিয়া সহ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। মানববন্ধনে কুয়াকাটার মৎস্য সংশ্লিষ্ট ৭ টি সংগঠনের দুই শতাধিক জেলেরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১০ বছর যাবত অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু অসাধু জেলেরা। এতে সমুদ্রের বিভিন্ন প্রজাতির রেনু পোনাসহ ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কমছে ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন। দ্রুত সময়ের মধ্যে ট্রলিং বন্ধ না করলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন জেলেরা।

বাউফলে নিখোঁজ জেলের দুই দিন পড়ে লাশ উদ্ধার

জসীম ‍উদ্দিন, বাউফল

জসীম ‍উদ্দিন, বাউফল

২৭ জুলাই, ২০২৫ ১৬:২৫

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে নিখোঁজ জেলের দুই দিন পড়ে লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে  ইঞ্জিন চালিত নৌকা  ডুবে  নিখোঁজ জেলে ইমরানের (২২) এর দুইদিন পর লাশ উদ্ধার করেছে এলাকাবাসি।

রোববার (২৭ জুলাই) সকালে তেঁতুলিয়া নদীর কালাইয়া এলাকার খাল গোড়ার চর থেকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে। নিহত ইমরান চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায় সাহেব গ্রামের মনির শরীফের ছেলে। সে পেশায় একজন জেলে ছিল।

জানাগেছে,গত শুক্রবার (২৫ জুলাই) বিকালে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে নিমদী ঘাটে মাছ রেখে বরফ আনতে কালাইয়া যায় ইঞ্জিন চালিত নৌকা নিয়ে। বৈরি আবহাওয়া,  বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে নিখোঁজ হয় সে ।

মো. হাবীব শরীফ বলেন, আমরা দুইজন একই সঙ্গে দুইটা নৌকা নিয়ে বের হই। ইমরান বরফ কেনার জন্য কালাইয়া বন্দর ঘাটের দিকে যায়। বিকেল চারটার দিকে স্থানীয় জেলেরা নৌকাটি উল্টে নদীতে ভাসছে দেখে আমাকে জানায়। এসময় গিয়ে দেখি ইমরান নেই ভাসছে তার নৌকা।

এ বিষয়ে কালাইয়া বন্দর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) মো. সিদ্দিকুর রহমান বলেন, নিখোঁজ জেলেকে ( রবিবার)  সকালে কালাইয়ার চরে ভাসতে দেখে স্থানীয়রা নিখোঁজ  ইমরানের লাশ বলে শনাক্ত করে। পরে তার মৃত লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাউফলে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

বরিশালটাইমস রিপোর্ট

২৭ জুলাই, ২০২৫ ১২:১৯

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

পটুয়াখালীর বাউফলে নিম্নচাপের প্রভাবে তেঁতুলিয়া, কারখানা ও লোহালিয়া নদীর পানি ৩ থেকে ৪ ফুট বেড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে।গত ২৪ জুলাই থেকে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এর ফলে উপজেলার চন্দ্রদ্বীপ, কালাইয়া, নাজিরপুর, কাছিপাড়া, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নিচু এলাকার বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও পুকুর ডুবে গেছে।

বিশেষ করে তেঁতুলিয়া নদী ঘেরা চন্দ্রদ্বীপ ইউনিয়নের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাংশে বসতবাড়ি ও কাঁচা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। দক্ষিণ চরওয়াডেলের খানকা বাজার থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি একাধিক স্থানে ভেঙে পড়েছে।

কালাইয়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ার বলেন, শুক্রবার থেকে পানিবন্দি হয়ে পড়েছি। রাস্তা-ঘাট সব পানির নিচে। বসতঘরেও পানি উঠেছে। সন্তানদের নিয়ে চরম দুর্ভোগে আছি।কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মজিবুর রহমান বলেন, তেঁতুলিয়া নদীর পানি ঢুকে আমাদের আমন বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বীজ পচে যাচ্ছে। এতে করে এলাকায় আমন চাষে বীজ সংকট দেখা দিতে পারে।

চন্দ্রদ্বীপের বাসিন্দা ইমরান হাওলাদার বলেন, আমাদের চারপাশে নদী, কিন্তু বেড়িবাঁধ নেই। ফলে জোয়ারের সময় পানি বাড়িতেই ঢুকে পড়ে। পানির সঙ্গে বিষাক্ত সাপ, পোকামাকড়ও ঢুকে পড়ে। প্রতিদিন আতঙ্কের মধ্যেই কাটছে রাত।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, “জোয়ারের পানিতে বীজতলা ও সবজি ক্ষেত প্লাবিত হয়েছে—এমন খবর পেয়েছি। আমরা মাঠপর্যায়ে কৃষকের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছি।”

বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ মোকাবেলা কমিটির সদস্য সচিব মস্তফা মাইদুল বলেন, আবহাওয়ার নিয়মিত বুলেটিন মনিটর করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.