primary-ads

বরিশাল

বাবুগঞ্জে ভূগর্ভস্থ নিরাপদ পানি ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা

আরিফ আহমেদ মুন্না

আরিফ আহমেদ মুন্না

৩১ জুলাই, ২০২৫ ১০:৪৮

প্রিন্ট এন্ড সেভ

বাবুগঞ্জে ভূগর্ভস্থ নিরাপদ পানি ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা

বরিশালের বাবুগঞ্জে আর্সেনিক ও জীবাণুমুক্ত ভূগর্ভস্থ নিরাপদ পানি ব্যবহার শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে জিওবি-ইউনিসেফ সিআর ওয়াশ প্রোগ্রামের আওতায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, ইউনিসেফ-বাংলাদেশের কনসালটেন্ট মোঃ জাহিদ আলম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবিদ ওসমান।

ইউপিআরসি বাবুগঞ্জের এরিয়া ম্যানেজার খন্দকার মশিউর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিওবি-ইউনিসেফ সিআর ওয়াশ প্রোগ্রামের ম্যানেজার ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মোঃ ইফতেখার আলম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সাইফুর রহিম, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান এবং চাঁদপাশা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাঢ়ী।

মতবিনিময় সভায় ভূগর্ভস্থ গভীর নলকূপের আর্সেনিক দূষণরোধ ও জীবাণুমুক্ত নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনদের করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়। এসময় দক্ষ টিউবওয়েল মিস্ত্রি নিয়োগ, ইউনিয়ন পরিষদের মাধ্যমে পানির আর্সেনিক পরীক্ষাকরণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ওই জিওবি-ইউনিসেফ সিআর ওয়াশ প্রোগ্রামের কারিগরি সহায়তা দিচ্ছে ইউনিসেফ বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, 'আমরা যে টিউবওয়েল থেকে পানি পান করছি সেটা আর্সেনিকমুক্ত কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। উপজেলা পাবলিক হেলথ অফিসে আর্সেনিক পরীক্ষা করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদে এই সেবা চালু করা হচ্ছে। বর্ষা মৌসুমে অনেক টিউবওয়েল প্লাবিত হয়ে পানির মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু মানবদেহে ছড়িয়ে পড়ে। এজন্য দক্ষ মিস্ত্রির সাহায্যে উঁচু জায়গায় টিউবওয়েল স্থাপন করতে হবে। নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।'

আরও পড়ুন:

বাবুগঞ্জে নির্বাচন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দিলেন ইউএনও

আরিফ আহমেদ মুন্না

আরিফ আহমেদ মুন্না

৩১ জুলাই, ২০২৫ ২২:৫২

প্রিন্ট এন্ড সেভ

বাবুগঞ্জে নির্বাচন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দিলেন ইউএনও

বরিশালের বাবুগঞ্জে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদ কক্ষে নির্বাচন কর্মকর্তা হারুন অর রশীদকে ওই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সৌজন্য উপহার প্রদান করা হয়।

বাবুগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের সভাপতিত্বে ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এসময় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কাজী ইমামুল হক আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুর রউফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, সমবায় কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী অতিথি উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, 'বাবুগঞ্জে আমি প্রায় ২ বছর দায়িত্ব পালন করেছি। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। বাবুগঞ্জে যোগদানের আগে যা শুনেছিলাম বাস্তবে এর উল্টোটাই দেখেছি। এই অঞ্চলের মানুষ যথেষ্ট আন্তরিক, অতিথিপরায়ণ এবং সহযোগিতার মনোভাব সম্পন্ন। আমি নতুন কর্মস্থল টুঙ্গিপাড়া উপজেলায় যোগদান করলেও বাবুগঞ্জকে কখনো ভুলবো না।'

অফিসার্স ক্লাবের সভাপতি ইউএনও ফারুক আহমেদ বলেন, 'উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বাবুগঞ্জে দায়িত্ব পালনকালে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন বলে শুনেছি। তিনি তার পরবর্তী কর্মস্থলেও একইভাবে সততা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন সফল ও সুন্দর হোক এই প্রত্যাশা করি। চাকরিজীবনে কর্মস্থল থেকে বিদায়কালে এই সামান্য সম্মানটুকুই একজন চাকরিজীবীর পরবর্তী কর্মস্থলে ভালো কাজের অনুপ্রেরণা হয়ে থাকে।'

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

বরিশালটাইমস রিপোর্ট

৩১ জুলাই, ২০২৫ ২২:৪৮

প্রিন্ট এন্ড সেভ

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

বরিশালে লিটন সিকদার লিটু নামে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে লাকুটিয়া সড়কের বিল্ববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা হচ্ছেন মুন্নি আক্তার ও সুমন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিটন সিকদারের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিটনের নেতৃত্বে নিরাপত্তাকর্মী জাকির গাজীকে মারধর করা হয়। এই ঘটনায় জাকিরের স্ত্রী মুন্নি এবং তার শ্যালক সুমন জড়িত ছিলেন। সেই ঘটনার জের ধরে জাকিরের নেতৃত্বে আজ বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে লিটনকে পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে এলে মুন্নি এবং সুমনকে বেধড়ক পেটানো হয়। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গত ২৩ জুলাই শ্বশুরবাড়িতে যান জাকির গাজী। সেখানে যাওয়ামাত্রই লিটন সিকদার ওরফে লিটুর নেতৃত্বে জাকিরের স্ত্রী মুন্নি বেগম ও শ্যালকরা তাকে ঘরে আটকে রাখেন। এরপর ৪ দিন সেই বাড়িতে আটকে রেখে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তরা জাকিরকে পিটিয়ে পা ভেঙে দেয়। একইসঙ্গে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, খালি স্ট্যাম্পে ও চেকে সই নেয়। 

এরপর গত ২৭ জুলাই জাকিরের পরিবার ৯৯৯-এ কল করলে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

ববিতে ছাত্র সংসদ নির্বাচন চায় ৮৬% শিক্ষার্থী

মৃত্যুঞ্জয় রায়, ববি

মৃত্যুঞ্জয় রায়, ববি

৩০ জুলাই, ২০২৫ ২০:৩৪

প্রিন্ট এন্ড সেভ

ববিতে ছাত্র সংসদ নির্বাচন চায় ৮৬% শিক্ষার্থী

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত চারদিনব্যাপী গণভোটে অংশ নিয়েছেন ১১৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬ শতাংশ শিক্ষার্থী সরাসরি ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক আনুষ্ঠানিক আয়োজনে এ ফলাফল প্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। আয়োজনে সভাপতিত্ব করেন ভূমিকা সরকার এবং সঞ্চালনায় ছিলেন মৃত্যুঞ্জয় রায়।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সংগঠক আব্দুর রহমান, সুদীপ্ত হালদার, সওকাত ওসমান স্বাক্ষরসহ একাধিক শিক্ষার্থী প্রতিনিধি।
গণভোটের ফলাফল তুলে ধরা হয় নির্বাচন কমিশন প্যানেলের সদস্যদের পক্ষ থেকে। এতে দেখা যায়—
মোট ভোটার: ১১৪৫ জন
ছাত্র সংসদ চান: ৯৮৭ জন (৮৬%)
ছাত্র সংসদ চান না: ১৩২ জন (১১.৫%)
বাতিল ভোট: ২৬টি (২.৫%)
এই গণরায়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব চায়। তারা বিশ্বাস করে, গণতান্ত্রিক চর্চাই একটি আধুনিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থার মূল চালিকা শক্তি।
ছায়েদুল হক নিশান বলেন, গণভোটে শিক্ষার্থীরা যে রায় দিয়েছে তা ববি শিক্ষার্থীসিহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মতের বহিঃপ্রকাশ। এটা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীর। দাবি এ কারণে তাদের মতের গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে আইন আছে সেটাকে সংস্কার করে অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের রুপরেখা প্রদান করতে হবে।
তিনি বলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ না থাকলে দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিষ্ঠিত হয়। যেই রাজনীতি অতীত সরকার গুলো করে গেছে। শিক্ষার্থীদেরকে সিদ্ধান্ত নিতে হবে বিশ্ববিদ্যালয়ের যে কোন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত হবে কি হবে না। বিশ্ববিদ্যালয় যেকোনো ধরনের ধরনের সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ার জন্য ছাত্রদের মতামত প্রতিফলিত হওয়ার প্রয়োজনে ছাত্র সংসদের কোন বিকল্প নেই।
ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য বছরের পর বছর কলেজ,বিশ্ববিদ্যালয় এবং সরকার গুলো ছাত্র সংসদকে অকার্যকর করে রেখেছে। আরেক দল ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাম করে গোপন রাজনীতি করে যাচ্ছে। যা গণতান্ত্রিক পরিবেশের জজ্য হুমকি।
ফলে অনতিবিলম্বে শিক্ষার্থীদের রায় মেনে নিয়ে কার্যকর করা এবং সরকারের দায়িত্ব। এবং গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মানে আগামী দিনে দৃষ্টান্ত হিসেবে ভূমিকা রাখবে। 
বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র কর্মচারী কেরানী না বানিয়ে রাষ্ট্রের জন্য দায়িত্বশীল, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পক্ষের রাজনীতি নির্মানে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতি ভূমিকা সরকার  বলেন  “আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের মতামতই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গণভোট প্রশাসনের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে— এখনই সময় ছাত্র সংসদ নির্বাচনের পথ সুগম করার।”

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.