১৪ অক্টোবর, ২০২৫ ১৪:৩৪
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব শাস্তি দেওয়া হয়।
অভিযানে মোট ১৪ জন জেলেকে আটক করা হয়, তাদের মধ্যে কিশোর কাইয়ুম (১৪) নামের এক জেলেকে বিশেষ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—আ. সোবহান (৫৫), সোরাপ মৃধা (৫২), মনির হোসেন (৪০), কাইয়ুম ফরাজী (২৫), সোহেল মৃধা (৪৫), জালাল তালুকদার (৫০), সোহাগ হাং (৩২), সাগর হাং (২৪), কাদের গাজী (৫৬), সবুজ শরীফ (৫০), ছালাম সিকদার (৫৫) ও মাহবুব তালুকদার (৩৫)।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ দিনে উপজেলার পায়রা, পান্ডব, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীতে টানা অভিযানে প্রায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ সময় ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “মা-ইলিশ সংরক্ষণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মা-ইলিশ রক্ষায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা সফল করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব শাস্তি দেওয়া হয়।
অভিযানে মোট ১৪ জন জেলেকে আটক করা হয়, তাদের মধ্যে কিশোর কাইয়ুম (১৪) নামের এক জেলেকে বিশেষ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—আ. সোবহান (৫৫), সোরাপ মৃধা (৫২), মনির হোসেন (৪০), কাইয়ুম ফরাজী (২৫), সোহেল মৃধা (৪৫), জালাল তালুকদার (৫০), সোহাগ হাং (৩২), সাগর হাং (২৪), কাদের গাজী (৫৬), সবুজ শরীফ (৫০), ছালাম সিকদার (৫৫) ও মাহবুব তালুকদার (৩৫)।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ দিনে উপজেলার পায়রা, পান্ডব, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীতে টানা অভিযানে প্রায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ সময় ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “মা-ইলিশ সংরক্ষণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভাঙলে কোনো ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মা-ইলিশ রক্ষায় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা সফল করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।
১৫ অক্টোবর, ২০২৫ ০২:০৫
১৪ অক্টোবর, ২০২৫ ২৩:৪৯
১৪ অক্টোবর, ২০২৫ ২২:৪৮
১৪ অক্টোবর, ২০২৫ ২১:০২
১৪ অক্টোবর, ২০২৫ ২১:০২
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
মঙ্গলবার বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি ছিল না। ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিল ১৬ বছর। ছাত্রদের সঙ্গে আমরা নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি। এখন আমরা সবাই মিলে সুন্দর একটি দেশ গড়ব।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।”
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান।
সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
মঙ্গলবার বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি ছিল না। ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিল ১৬ বছর। ছাত্রদের সঙ্গে আমরা নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি। এখন আমরা সবাই মিলে সুন্দর একটি দেশ গড়ব।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।”
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান।
সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৪ অক্টোবর, ২০২৫ ১৩:১১
নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন দিন পরে রাসেল খানের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের বাতির খাল পয়েন্ট থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে নদীতে স্রোতের কারণে দীর্ঘসময় উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। রাসেল (৩৫) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।
জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাসেল ট্রলারযোগে প্রতিবেশী তিন বন্ধুর সঙ্গে ইলিশ মাছ কিনতে যান। এ সময় নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় তেঁতুলিয়া নদীর কচুয়া-ডালিমা পয়েন্টে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।
স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞার মধ্যে কম দামে ইলিশ মাছ কিনতে ট্রলারযোগে রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যান রাসেল। হঠাৎ নদীতে মা ইলিশ রক্ষাকারী নৌপুলিশের অভিযান পরিচালনাকারী টহল টিমের একটি স্পিডবোট ধাওয়া করলে দ্রুত ট্রলার চালিয়েও রক্ষা পায়নি। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।
কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান পায়নি। নদীতে স্রোত বেশি ছিল। মা ইলিশ রক্ষাকারী স্পিডবোট দেখে ভয়ে নদীতে লাফিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।
নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন দিন পরে রাসেল খানের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের বাতির খাল পয়েন্ট থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে নদীতে স্রোতের কারণে দীর্ঘসময় উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। রাসেল (৩৫) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।
জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাসেল ট্রলারযোগে প্রতিবেশী তিন বন্ধুর সঙ্গে ইলিশ মাছ কিনতে যান। এ সময় নৌপুলিশের স্পিডবোটের ধাওয়ায় তেঁতুলিয়া নদীর কচুয়া-ডালিমা পয়েন্টে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।
স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞার মধ্যে কম দামে ইলিশ মাছ কিনতে ট্রলারযোগে রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুর সঙ্গে তেঁতুলিয়া নদীতে যান রাসেল। হঠাৎ নদীতে মা ইলিশ রক্ষাকারী নৌপুলিশের অভিযান পরিচালনাকারী টহল টিমের একটি স্পিডবোট ধাওয়া করলে দ্রুত ট্রলার চালিয়েও রক্ষা পায়নি। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।
কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান পায়নি। নদীতে স্রোত বেশি ছিল। মা ইলিশ রক্ষাকারী স্পিডবোট দেখে ভয়ে নদীতে লাফিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।
১৩ অক্টোবর, ২০২৫ ২০:৪৮
ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও নারীর মর্যাদা রক্ষার উদাহরণ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় উদ্বোধন করা হয়েছে ‘পর্দা কর্নার’। পর্দানশীল নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নির্মিত এ কর্নারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন। এছাড়া লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করে। সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি জানান, নারী শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, “আগে ছেলেদের ভিড়ে ক্যাফেটেরিয়ায় বসা অস্বস্তিকর ছিল। এখন পর্দা কর্নারে আমরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে খাবার গ্রহণ করতে পারব।”
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরি করা আমাদের প্রশাসনের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।”
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি আধুনিক বিশ্ববিদ্যালয় তখনই উন্নত হয়, যখন সেখানে ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধা সমুন্নত থাকে। এই ‘পর্দা কর্নার’ নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান ও সহমর্মিতার মানবিক উদাহরণ।”
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, “পবিপ্রবি কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়—এটি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের অঙ্গন। নারী সমাজের অর্ধাংশ; তাদের প্রতি সম্মান প্রদর্শন মানে মানবতার প্রতি সম্মান প্রদর্শন। ‘পর্দা কর্নার’ সেই সম্মান ও মর্যাদার বাস্তব প্রতিফলন।”
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর এমন উদ্যোগকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, এটি শুধু একটি কর্নার নয়—বরং শালীনতা, নৈতিকতা ও বিশ্বাসের সমন্বয়ে নতুন সামাজিক সংস্কৃতির সূচনা।
ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও নারীর মর্যাদা রক্ষার উদাহরণ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় উদ্বোধন করা হয়েছে ‘পর্দা কর্নার’। পর্দানশীল নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নির্মিত এ কর্নারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন। এছাড়া লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করে। সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি জানান, নারী শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, “আগে ছেলেদের ভিড়ে ক্যাফেটেরিয়ায় বসা অস্বস্তিকর ছিল। এখন পর্দা কর্নারে আমরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে খাবার গ্রহণ করতে পারব।”
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরি করা আমাদের প্রশাসনের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।”
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি আধুনিক বিশ্ববিদ্যালয় তখনই উন্নত হয়, যখন সেখানে ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধা সমুন্নত থাকে। এই ‘পর্দা কর্নার’ নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান ও সহমর্মিতার মানবিক উদাহরণ।”
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, “পবিপ্রবি কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়—এটি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের অঙ্গন। নারী সমাজের অর্ধাংশ; তাদের প্রতি সম্মান প্রদর্শন মানে মানবতার প্রতি সম্মান প্রদর্শন। ‘পর্দা কর্নার’ সেই সম্মান ও মর্যাদার বাস্তব প্রতিফলন।”
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর এমন উদ্যোগকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, এটি শুধু একটি কর্নার নয়—বরং শালীনতা, নৈতিকতা ও বিশ্বাসের সমন্বয়ে নতুন সামাজিক সংস্কৃতির সূচনা।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.