বরিশাল

বরিশালে এনসিপির পদযাত্রা মঙ্গলবার, প্রস্তুতি সম্পন্ন

বরিশালটাইমস

বরিশালটাইমস

১৪ জুলাই, ২০২৫ ১৭:১১

প্রিন্ট এন্ড সেভ

বরিশালে এনসিপির পদযাত্রা মঙ্গলবার, প্রস্তুতি সম্পন্ন

দেশ গঠনের লক্ষে বিচার, সংস্কার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে বরিশালে পদযাত্রা ও পথসভা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টায় সিটি কর্পোরেশনের সম্মুখে এই আয়োজনকে ঘিরে দলটির পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই রাজনৈতিক দলটির বরিশালে প্রথমবারের মতো কর্মসূচিকে সামনে রেখে সোমবার (১৪ জুলাই) নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জানানো হয়, মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টায় বরিশাল নগরীতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এর আগে শহরের রুপাতলী থেকে পরিবহনযোগে হাসপাতাল রোডের অমৃত লাল কলেজ মোড় পর্যন্ত গিয়ে সেখান থেকে পদযাত্রা শুরু হবে। এরপর হাসপাতাল রোড, জেলখানা মোড়, সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউয়ে পৌঁছাবে পদযাত্রটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা সমাপ্ত হবে। ওই সমাবেশে দলটির আহবায়ক নাহিদ ইসলামসহ অর্ধশত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দেবেন এবং তাদের মধ্যেকার উল্লেখযোগ্য নেতারা বক্তব্য রাখবেন।

এনসিপি বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা মুঠোফোনে রূপালী বাংলাদেশেকে বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ন্যায়বিচার, প্রশাসনিক সংস্কার, দেশ পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন। সেই সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, এনসিপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য কাজী সাইফুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক এমএম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ এবং মহানগরের সাংগঠনিক নেতা মাহিন মোর্শেদ প্রমুখ।

জানা গেছে, মঙ্গলবারের ওই পদযাত্রা সফল করতে সোমবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডে গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা। অনুরূপভাবে মঙ্গলবার সকলেও তারা গণসংযোগ করবেন।’

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ববিতে বৃক্ষরোপণ কর্মসূচি

বরিশালটাইমস

বরিশালটাইমস

১৬ জুলাই, ২০২৫ ১৩:৪৫

প্রিন্ট এন্ড সেভ

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ববিতে বৃক্ষরোপণ কর্মসূচি

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।  তারই ধারাবাহিকতায় আজ  মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করে ববি প্রসাশন।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে সকলে কালোব্যাচ ধারণ করে এবং পরবর্তীতে  প্রশাসনিক ভবনের সামনে ও আশপাশের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন ছাত্র নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ উপাচার্য মহাদয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন  "জুলাই অভ্যুত্থান আমাদের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের সংগ্রামের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। এটি শুধুই স্মরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বার্তাও।"

শিক্ষার্থীরা আরও বলেন, তারা চান প্রতিবছর এমন কর্মসূচি আয়োজন হোক যাতে ঐতিহাসিক ঘটনা স্মরণ করার পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তাও ছড়িয়ে পড়ে।

বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক জনাব সঞ্জয় কুমার সরকার বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণআন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তে বহু তরুণ-ছাত্র জনতা জীবন উৎসর্গ করেন। তাদের স্মরণে এই সবুজ বিপ্লবের  কর্মসূচি পালন করেছি ।

এরপর আমাদের টার্গেট সংসদ ভবন: বরিশালে নাহিদ ইসলাম

বরিশালটাইমস

বরিশালটাইমস

১৬ জুলাই, ২০২৫ ০১:৩৩

প্রিন্ট এন্ড সেভ

এরপর আমাদের টার্গেট সংসদ ভবন: বরিশালে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবারে আমাদের লক্ষ্য সংসদ ভবন। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টায় বরিশালের ফজলুল হক অ্যাভিনিউতে নগর ভবনের সামনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এটি ছিল এনসিপির ১৫তম দিনের কর্মসূচি। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৮টায় নেতাকর্মীদের গাড়িবহর বরিশালের হাসপাতাল রোডে ল কলেজ এলাকায় পৌঁছায়। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর সদর রোড ঘুরে ফজলুল হক অ্যাভিনিউয়ে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আপনি যদি আওয়ামী লীগকে মিন করে ইনক্লুসিভ নির্বাচন বলে থাকেন, তাহলে হাসিনা গেছে যে পথে, আপনারাও যাবেন সে পথে। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

সভায় আরও বক্তব্য রাখেন- এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু প্রমুখ।

এর আগে দুপুরে তারা ভোলায় এক পদযাত্রায় অংশ নেন। এনসিপি সূত্র জানিয়েছে, আগামীকাল (বুধবার) গোপালগঞ্জে পদযাত্রা করার কথা রয়েছে।

বরিশাল সিটির সাবেক কাউন্সিলর জয়নাল গ্রেপ্তার

বরিশালটাইমস রিপোর্ট

১৫ জুলাই, ২০২৫ ২০:১১

প্রিন্ট এন্ড সেভ

বরিশাল সিটির সাবেক কাউন্সিলর জয়নাল গ্রেপ্তার

রাজনৈতিক সহিংসতার একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের নেতা ও বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন।১৪ জুলাই কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জয়নালের বিরুদ্ধে বিএনপি অফিসে ভাঙচুরসহ একাধিক রাজনৈতিক সহিংসতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে পৃথক আরেক ঘটনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার বাদী আলামিনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গণঅধিকার পরিষদের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৪ জুলাই তাকে আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল সদর থানার আদালত শাখার কর্মকর্তা (জিআরও) এনামুল হক।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.