Bkash

বরগুনা

বরগুনায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২০ জুলাই, ২০২৫ ১৮:২৬

প্রিন্ট এন্ড সেভ

বরগুনায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

‎বরগুনার আমতলী উপজেলায় স্ত্রী সাজেদা বেগমের (৫৫) মরদেহ হাসপাতালে রেখে স্বামী তৈয়ব হোসেনের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

জানা যায়, পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনে নিহত হয়েছেন সাজেদা বেগম। রোববাব (২০ জুলাই) উপজেলার চাওড়া ইউনিয়নে পাতাকাটা গ্রামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।

স্থানীয়রা জানান, বরগুনার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে স্বামী-স্ত্রী তৈয়ব হোসেন ও সাজেদা বেগম নিজ বাড়িতে দীর্ঘবছর ধরে একসঙ্গে বসবাস করতেন। পারিবারিক কলেহের জেরে তৈয়ব হোসেন ও সাজেদার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। প্রায় সময় স্ত্রীকে অমানসিক নির্যাতন করতেন তৈয়ব। ঘটনার দিন পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনে মুগুরের আঘাতে নিহত হয়েছেন সাজেদা বেগম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যান এক ব্যক্তি। পরে নিহত সাজেদার মেয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন এবং বিষয়টি আমতলী থানায় পুলিশকে অবহিত করেন।

এদিকে খবর পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নেয়। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান বলেন, ঘাতক স্বামী তৈয়ব হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ-সংক্রান্ত থানায় হত্যা মামলা রুজু করা হবে।

আরও পড়ুন:

তালতলীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আলোর মুখ দেখাচ্ছে 'আরএসডিও'

রিয়াজুল ইসলাম, তালতলী

রিয়াজুল ইসলাম, তালতলী

১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১০

প্রিন্ট এন্ড সেভ

তালতলীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আলোর মুখ দেখাচ্ছে 'আরএসডিও'

বরগুনার তালতলী উপজেলায় দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও)। এ সংস্থার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও জীবন-জীবিকা উন্নয়নের মাধ্যমে তারা বদলে দিচ্ছে জীবনধারা।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা ২০০৮ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভের পর থেকেই সংস্থাটি তালতলী উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে। সিডর পরবর্তী দুর্যোগ গুলোতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় ত্রাণ বিতরণ থেকে শুরু করে ঘরবাড়ি নির্মাণ, রাস্তা সংস্কার, ভূমি অধিকার বিষয়ে প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও আইনি সহায়তাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে তারা। এরই ধারাবাহিকতায় সুন্দরবন কোয়ালিশনের সহযোগিতায় গত তিন বছরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে সংস্থাটি ঘূর্ণিঝড় রিমেল-পরবর্তী ৭৮ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা (মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে), ৪৫ জনকে জীবিকাভিত্তিক সহায়তা (আইজিএ), রাস্তা উন্নয়ন প্রকল্প ৫টি, একটি কাঠেরপুল, প্রতিবন্ধীদের জন্য ৯টি হুইলচেয়ার ও ৩টি লাঠি/ক্রেস, ১৪টি স্যানিটারি ল্যাট্রিন, জেলেদের জন্য ৫০টি লাইফ জ্যাকেট, সম্মিলিতভাবে ব্যবহারের জন্য ২টি ট্রলার, ৪টি পুকুর খনন, ১টি কৃষি বীজ ভাণ্ডার স্থাপন, ১টি রাখাইন ট্র্যাডিশনাল আশ্রয় কেন্দ্র নির্মাণ, ৬টি গভীর নলকূপ, ১টি মাতৃভাষা শিক্ষা কেন্দ্র পুনঃনির্মাণ, ১টি জেলেদের বিশ্রামাগার, ১টি বেড়িবাঁধ ও ১টি লাইট হাউস, দুর্যোগ তথ্যসম্বলিত বিলবোর্ড ও সচেতনতামূলক ক্যাম্পেইন করেন। এসব কার্যক্রম জনজীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং এলাকাবাসীর মধ্যে উন্নয়ন সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

আরএসডিও সংস্থার নির্বাহী পরিচালক মংচিন থান বলেন, আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছি। এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করে থাকি।

তালতলীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন 

রিয়াজুল ইসলাম, তালতলী

রিয়াজুল ইসলাম, তালতলী

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:২৯

প্রিন্ট এন্ড সেভ

তালতলীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন 

‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল ধ্বংসে চার দিনব্যাপী ক্লিনিং ক্যাম্পেইন শুরু করেছে ব্র্যাক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী চারদিন। এ সময়ে তালতলী শহরের অলিগলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ প্রাঙ্গণ, হাসপাতাল, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও পুরোনো টায়ারের মতো স্থায়ী পানির পাত্র পরিষ্কার করে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। 

ক্যাম্পেইনে সহযোগিতা করছে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, ফার্মাসিস্ট জুয়েল রানা, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির মেডিকেল টেকনোলজিস্ট রাজিব ঢালী ও সুশান্ত মন্ডল, ফিল্ড অফিসার মো. আসাদুজ্জামান রাসেল প্রমুখ। সার্বিকভাবে এ কার্যক্রম পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার অনাদি মণ্ডল।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং ডেঙ্গু-চিকনগুনিয়ার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বামনায় ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৪২

প্রিন্ট এন্ড সেভ

বামনায় ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা

বরগুনার বামনায় আজ রবিবার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা ব্র্যাকের উদ্দ্যেগে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ আহমেদ বক্তব্য রাখেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব মোঃ সালাহ উদ্দিন হাওলাদার, ব্র্যাকের ম্যানেজার জনাব মোঃ মতিউর রহমান , ব্র্যাকের সমন্বয়ক মোঃ সোহেল, মাঠকর্মী মোঃ সবুজ, ইউপি সদস্য ফারুক আহমেদ, ইমাম, তরিকুল ইসলাম, স্বাস্থ কর্মী সঞ্জয় প্রমূখ।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.