primary-ads

বরিশাল

কনস্টেবলের স্ত্রীকে কুপ্রস্তাব, বরিশাল আরআরএফের এএসপি বরখাস্ত

বরিশালটাইমস রিপোর্ট

৩০ জুলাই, ২০২৫ ১৮:১৫

প্রিন্ট এন্ড সেভ

কনস্টেবলের স্ত্রীকে কুপ্রস্তাব, বরিশাল আরআরএফের এএসপি বরখাস্ত

বরিশাল আরআরএফে কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাবসহ অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেন। এ অভিযোগে এএসপি আফজাল হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পারিবারিক বিরোধের কারণে ওই কনস্টেবলের বিরুদ্ধে তার স্ত্রী মৌখিক অভিযোগ দিতে যান বরিশাল আরআরএফের কমান্ড্যান্টের কাছে। সেখানে দেখা হয় এএসপি আফজাল হোসেনের সঙ্গে। পরে বিভিন্ন সময় কনস্টেবলের স্ত্রীকে হোয়াটসঅ্যাপে কথাবার্তা ও মেসেজ দিয়ে বিরিক্ত করেন এএসপি আফজাল। এছাড়া অনৈতিক প্রস্তাবসহ অভিযোগকারীর স্বামী থাকা সত্ত্বেও অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন।

এতে আরও বলা হয়, এএসপি আফজাল ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দাখিল ও মামলা করার কু-পরামর্শ দেওয়াসহ সংসার ভাঙার চেষ্টা করেন, যা নৈতিকস্থলনজনিত আচরণ ও অকর্মকর্তাসূলভ কর্মকাণ্ড হিসেবে পরিগণিত। এছাড়া কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকে দিয়েও মামলাসহ বিভিন্ন ঊর্ধ্বতন অফিসে অভিযোগ দাখিলের কু-পরামর্শ দেন এএসপি আফজাল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এএসপি আফজাল হোসেনের এমন অপেশাদার আচরণ জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। তার এমন আচরণ 'অসদাচরণের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ'। এজন্য ২১ জুলাই থেকে সরকারি চাকরি থেকে এএসপি আফজালকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাবুগঞ্জে ভূগর্ভস্থ নিরাপদ পানি ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা

আরিফ আহমেদ মুন্না

আরিফ আহমেদ মুন্না

৩১ জুলাই, ২০২৫ ১০:৪৮

প্রিন্ট এন্ড সেভ

বাবুগঞ্জে ভূগর্ভস্থ নিরাপদ পানি ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা

বরিশালের বাবুগঞ্জে আর্সেনিক ও জীবাণুমুক্ত ভূগর্ভস্থ নিরাপদ পানি ব্যবহার শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে জিওবি-ইউনিসেফ সিআর ওয়াশ প্রোগ্রামের আওতায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, ইউনিসেফ-বাংলাদেশের কনসালটেন্ট মোঃ জাহিদ আলম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবিদ ওসমান।

ইউপিআরসি বাবুগঞ্জের এরিয়া ম্যানেজার খন্দকার মশিউর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিওবি-ইউনিসেফ সিআর ওয়াশ প্রোগ্রামের ম্যানেজার ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মোঃ ইফতেখার আলম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সাইফুর রহিম, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান এবং চাঁদপাশা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাঢ়ী।

মতবিনিময় সভায় ভূগর্ভস্থ গভীর নলকূপের আর্সেনিক দূষণরোধ ও জীবাণুমুক্ত নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনদের করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়। এসময় দক্ষ টিউবওয়েল মিস্ত্রি নিয়োগ, ইউনিয়ন পরিষদের মাধ্যমে পানির আর্সেনিক পরীক্ষাকরণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ওই জিওবি-ইউনিসেফ সিআর ওয়াশ প্রোগ্রামের কারিগরি সহায়তা দিচ্ছে ইউনিসেফ বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, 'আমরা যে টিউবওয়েল থেকে পানি পান করছি সেটা আর্সেনিকমুক্ত কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। উপজেলা পাবলিক হেলথ অফিসে আর্সেনিক পরীক্ষা করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদে এই সেবা চালু করা হচ্ছে। বর্ষা মৌসুমে অনেক টিউবওয়েল প্লাবিত হয়ে পানির মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু মানবদেহে ছড়িয়ে পড়ে। এজন্য দক্ষ মিস্ত্রির সাহায্যে উঁচু জায়গায় টিউবওয়েল স্থাপন করতে হবে। নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।'

ববিতে ছাত্র সংসদ নির্বাচন চায় ৮৬% শিক্ষার্থী

মৃত্যুঞ্জয় রায়, ববি

মৃত্যুঞ্জয় রায়, ববি

৩০ জুলাই, ২০২৫ ২০:৩৪

প্রিন্ট এন্ড সেভ

ববিতে ছাত্র সংসদ নির্বাচন চায় ৮৬% শিক্ষার্থী

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত চারদিনব্যাপী গণভোটে অংশ নিয়েছেন ১১৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬ শতাংশ শিক্ষার্থী সরাসরি ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক আনুষ্ঠানিক আয়োজনে এ ফলাফল প্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। আয়োজনে সভাপতিত্ব করেন ভূমিকা সরকার এবং সঞ্চালনায় ছিলেন মৃত্যুঞ্জয় রায়।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সংগঠক আব্দুর রহমান, সুদীপ্ত হালদার, সওকাত ওসমান স্বাক্ষরসহ একাধিক শিক্ষার্থী প্রতিনিধি।
গণভোটের ফলাফল তুলে ধরা হয় নির্বাচন কমিশন প্যানেলের সদস্যদের পক্ষ থেকে। এতে দেখা যায়—
মোট ভোটার: ১১৪৫ জন
ছাত্র সংসদ চান: ৯৮৭ জন (৮৬%)
ছাত্র সংসদ চান না: ১৩২ জন (১১.৫%)
বাতিল ভোট: ২৬টি (২.৫%)
এই গণরায়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব চায়। তারা বিশ্বাস করে, গণতান্ত্রিক চর্চাই একটি আধুনিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থার মূল চালিকা শক্তি।
ছায়েদুল হক নিশান বলেন, গণভোটে শিক্ষার্থীরা যে রায় দিয়েছে তা ববি শিক্ষার্থীসিহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মতের বহিঃপ্রকাশ। এটা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীর। দাবি এ কারণে তাদের মতের গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে আইন আছে সেটাকে সংস্কার করে অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের রুপরেখা প্রদান করতে হবে।
তিনি বলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ না থাকলে দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিষ্ঠিত হয়। যেই রাজনীতি অতীত সরকার গুলো করে গেছে। শিক্ষার্থীদেরকে সিদ্ধান্ত নিতে হবে বিশ্ববিদ্যালয়ের যে কোন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত হবে কি হবে না। বিশ্ববিদ্যালয় যেকোনো ধরনের ধরনের সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ার জন্য ছাত্রদের মতামত প্রতিফলিত হওয়ার প্রয়োজনে ছাত্র সংসদের কোন বিকল্প নেই।
ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য বছরের পর বছর কলেজ,বিশ্ববিদ্যালয় এবং সরকার গুলো ছাত্র সংসদকে অকার্যকর করে রেখেছে। আরেক দল ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাম করে গোপন রাজনীতি করে যাচ্ছে। যা গণতান্ত্রিক পরিবেশের জজ্য হুমকি।
ফলে অনতিবিলম্বে শিক্ষার্থীদের রায় মেনে নিয়ে কার্যকর করা এবং সরকারের দায়িত্ব। এবং গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মানে আগামী দিনে দৃষ্টান্ত হিসেবে ভূমিকা রাখবে। 
বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র কর্মচারী কেরানী না বানিয়ে রাষ্ট্রের জন্য দায়িত্বশীল, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পক্ষের রাজনীতি নির্মানে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতি ভূমিকা সরকার  বলেন  “আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের মতামতই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গণভোট প্রশাসনের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে— এখনই সময় ছাত্র সংসদ নির্বাচনের পথ সুগম করার।”

 বরিশালের হিজলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

সেলিম রাঢ়ী, হিজলা

সেলিম রাঢ়ী, হিজলা

৩০ জুলাই, ২০২৫ ১৮:৫৮

প্রিন্ট এন্ড সেভ

 বরিশালের হিজলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বরিশালের হিজলা উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে "পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম,এসইডিপি" এর আওতায় ২০২২-২৩ শিক্ষা বছরে এস এস সি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি হিজলা কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ,

উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। জুলাই আন্দোলনে নিহত শহীদ সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশীদ বলেন, আজকের এই বিশেষ দিনে, আমি সত্যিই গর্বিত। এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু একজন শিক্ষক নই, আমি সেই মানুষ–যে নিজের চোখে দেখেছে, কীভাবে কিছু ছোট্ট ছোট্ট মুখ আজ বড় হয়ে উঠেছে মেধা, পরিশ্রম আর স্বপ্নের আলোয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুমি নিজে স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির উদ্দেশ্যে কাজ করো। অভিবাবকদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সন্তানদের নৈতিক শিক্ষা দিন। পড়ালেখা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে

এই অর্জন যেন তোমাদের গন্তব্য না হয়, বরং আরও বড় স্বপ্নের শুরু হয়। আর এই স্বপ্নে যেন থাকে দায়িত্ববোধ, মানবিকতা এবং দেশপ্রেম।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকরা বলেন, এই সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান তোমাদের জন্য শুধু পুরস্কার নয়, এটা একটি প্রমাণ, তোমরা পারো, এবং ভবিষ্যতেও পারবে। জীবনের পথে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক সুযোগ আসবে। যেখানে এই শেখার অভ্যাস, এই পরিশ্রমের মানসিকতা তোমাদের শক্তি হয়ে পাশে থাকবে।

পরিশেষে, তোমাদের এই সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনি আমরা তোমাদের ভবিষ্যত নিয়েও আশাবাদী। একটি স্কুলের শিক্ষকরা একদিন গর্ব করে বলবে—“ওই ছেলেটা, ওই মেয়েটা আমাদের ছাত্র ছিল।”

এই অনুভূতি একজন শিক্ষকের কাছে যেকোনো পুরস্কারের চেয়ে বড়। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা (উদ্ভিদ সংরক্ষণ) উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.