primary-ads

বিনোদন

নতুন চমক নিয়ে ফিরছেন সুপারম্যান তারকা

বরিশালটাইমস রিপোর্ট

২৯ মে, ২০২৫ ১৫:৫৩

প্রিন্ট এন্ড সেভ

নতুন চমক নিয়ে ফিরছেন সুপারম্যান তারকা

বরিশাল

আশি দশকের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘ভলট্রন’। এটি নিয়ে লাইভ-অ্যাকশন সিনেমা তৈরি হচ্ছে। এর নির্মাণ কাজ শেষ হয়েছে। ছবির প্রযোজক বব কপলার শনিবার (২৪ মে) ইনস্টাগ্রামে এক বার্তায় জানিয়ে দিয়েছেন, ‘ছবির শুটিং শেষ’। এতে প্রধান চরিত্রে আছেন ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল। পরিচালনা করছেন ‘রেড নোটিস’-এর রসন মার্শাল থারবার।

পরিচালক ছবির আপডেট জানিয়ে লেখেন, ‘আমাদের লাইভ-অ্যাকশন ‘ভলট্রন’ ছবির শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আমরা দারুণভাবে সন্তুষ্ট। আমি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বহু বছর ধরে যুক্ত। গর্বের সঙ্গে বলতে পারি, এটি হবে সেই ভলট্রন অভিজ্ঞতা যার স্বপ্ন দেখেছেন ভক্তরা।’

ছবিটি ২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো ঘোষণা দেওয়া হয়। এরপর আরও তারকাদের যুক্ত করা হয় কাস্টে। এর মধ্যে আছেন ‘দিস ইজ আস’ তারকা স্টার্লিং কে ব্রাউন এবং গায়িকা রিটা ওরা। মূল শুটিং শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বরে।

ছবির গল্প সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন, পুরোনো ভলট্রনের আত্মা ও চেতনা অক্ষুণ্ণ রাখা হবে। এক ভিডিওবার্তায় পরিচালক থারবার বলেন, ‘এই ছবিতে আমরা একেবারে নতুন এক প্রজন্মের পাইলটকে পরিচয় করিয়ে দেব। ভলট্রনকে নতুনভাবে কল্পনা করেছি লাইভ-অ্যাকশনের জন্য, তবে আপনাদের প্রিয় সেই ক্লাসিক উপাদানগুলো অটুট থাকবে।’

ভলট্রনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আরও জানানো হয়েছে, মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হলে সেটি এখানেই প্রথম জানানো হবে। ছবির মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে প্রযোজকের আশ্বাস প্রতীক্ষা সার্থক হবে।

আরও পড়ুন:

আবারো পাকিস্তানি টিকটক তারকার আপত্তিকর ভিডিও ফাঁস

বরিশালটাইমস রিপোর্ট

২৩ জুলাই, ২০২৫ ১৩:৩৮

প্রিন্ট এন্ড সেভ

আবারো পাকিস্তানি টিকটক তারকার আপত্তিকর ভিডিও ফাঁস

শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক ব্যবহারকারী একাংশদের নিয়ে বিতর্কের শেষ নেই। বিভিন্ন সময় নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই মূলত সমালোচনার মুখে পড়েন প্লাটফর্মটির একাংশ ব্যবহারকারী। এরমধ্যে প্লাটফর্মের বহুল পরিচিত ব্যক্তিরা কখনো কখনো ব্যক্তিগত আক্রমণের শিকারও হয়ে থাকেন। যা স্পষ্ট ফুটে উঠে পাকিস্তানের দিকে তাকালে।

বিভিন্ন সময় দেশটির টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা উঠে এসেছে সংবাদমাধ্যমে। টিকটক তারকাদের আপত্তিকর মুহূর্ত কিংবা মানহানিকর ঘটনা যেন অহরহ হয়ে গেছে দেশটিতে। এর আগে টিকটক তারকা মিনাহিল মালিক, ইমশা রেহমান, মরিয়ম ফয়সাল ও সামিয়া হিজাবসহ আরও কয়েকজনের ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে।

এ নিয়ে অনেক সমালোচনা ও চর্চাও হয়েছে। এমনকি আইনি পদক্ষেপ নেয়াও হয়েছে। কিন্তু এরপরও থেমে নেই এ ধরনের ঘটনার। সম্প্রতি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটক তারকা সুম্বল মালিক। তার আপত্তিকর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে অনলাইন মাধ্যমে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের খবর অনুযায়ী, ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর সমালোচনার মুখে পড়েছেন সুম্বল মালিক। টিকটক লাইভ ও অন্যান্য মাধ্যমে বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে আগে থেকে বিতর্কিত এই টিকটকারকে নিয়ে কটাক্ষ করতে ছাড় দিচ্ছেন না নেটিজেনরা। ছড়িয়ে পড়া ভিডিওটি এরইমধ্যে এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-সহ অন্যান্য প্লাটফর্মে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি টিকটকার সুম্বল মালিককে। ভিডিও নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও নেটিজেনদের একাংশ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের ব্যাপারে জবাবদিহিতার দাবি জানিয়েছেন।

এদিকে দেশটির অভিনেত্রী আরিকা হক সোশ্যাল মিডিয়ার বিরক্তিকর ট্রেন্ড সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এবং অল্প সময়ে খ্যাতি অর্জনের জন্য ব্যক্তিগত ভিডিও ফাঁস করছেন কেউ কেউ। একইসঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহারে কৌশল অবলম্বনের দাবি জানান।

‘শহীদ জিয়ার সাধারণ মানুষের বিএনপি এখন প্রাইভেট ক্লাব’

বরিশালটাইমস

বরিশালটাইমস

১৩ জুলাই, ২০২৫ ২১:১১

প্রিন্ট এন্ড সেভ

‘শহীদ জিয়ার সাধারণ মানুষের বিএনপি এখন প্রাইভেট ক্লাব’

‘শহীদ জিয়াউর রহমানের সাধারণ মানুষের বিএনপি এখন প্রাইভেট ক্লাব’ বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি বলেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নীচে, তাদের এই দারিদ্র্য অতীতের মত দলকে ভোগাতেই থাকবে। সব সাংগঠনিক জেলার শীর্ষ বিএনপি নেতারা চাঁদাবাজদের চেনে। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ‍্যমে একসঙ্গে এদের সাংগঠনিক ছবিও পাওয়া যাবে। ওখান থেকেই শুরু হোক শুদ্ধি অভিযান।

আজ রবিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ফেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

আসিফ আকবর বলেন, অতীতে কেন্দ্রের মনোনয়ন ও পদ বাণিজ্যের কারনে বিএনপিতে ধনাঢ্য ব‍্যবসায়ীরা ঢুকে গেছে। এই ব‍্যবসায়ীদের মাসলম‍্যানরাই মূলত চাঁদাবাজ এবং দলীয় পদধারী। বিএনপির মত বৃহৎ রাজনৈতিক দলে ঘুরে ফিরে সব জায়গায় একই চেহারা দেখা যায়, যেমন পুলিশে দেখা যেত বেনজীর, ডিবি হারুন, বিপ্লব, মনিরুল, মেহেদীদের। প্রশ্ন জাগে-বিএনপি কী সিন্ডিকেটের খপ্পরে নাকি নেতৃত্ব সঙ্কটে!!।

তিনি বলেন, সাংগঠনিক যোগ‍্যতা ছাড়াই এমপি মন্ত্রীর ছেলে-মেয়ে এমপি হতে থাকলে তৃণমূল থেকে নেতৃত্ব আসবে না। এই সামন্তবাদী প্রথা থেকে বিএনপিকে বের হতে হবে। শহীদ জিয়ার বিএনপি ছিল সাধারণ মানুষের পার্টি, এই দলকে প্রাইভেটক্লাবে পরিণত করা হয়েছে সিন্ডিকেটের মাধ‍্যমে। এজন‍্যই বারবার দেশী-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয় বিএনপি। 

পতিত ফ‍্যাসিস্টের সাথে মার্চ করা ব‍্যবসায়ীরা এখন পলাতকদের অ‍্যাকাউন্টেন্ট। অর্থ‍্যাৎ চোরের মাসতুতে ভাই এখন বিএনপির ব‍্যবসায়ী নেতাদের বড় অংশ। তারাই ক্ষমতাশালী। যে বিএনপিকে ভালবাসি সে বিএনপি ফিরে আসুক। শহীদ জিয়া অমর হউন, বাংলাদেশ জিন্দাবাদ। ভালবাসা অবিরাম।

সজল ও নাদিয়ার ‘বর্ষা বিহনে’

বরিশালটাইমস রিপোর্ট

১০ জুলাই, ২০২৫ ১৭:১৪

প্রিন্ট এন্ড সেভ

সজল ও নাদিয়ার ‘বর্ষা বিহনে’

আসছে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটক "বর্ষা বিহনে"। রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেয়া হবে।

নাটকটিতে অভিনয় করেছেন সজল নূর, সালহা খানম নাদিয়া, সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।

আর এন এন প্রডাকশন নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা। আবহ সংগীত ওয়ালিদ আহমেদ, চিত্রগ্রহণে হাসান জুয়েল, কালার ও এডিটিং করেছেন যথাক্রমে আশিকুজ্জামান অপু ও সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রডাকশনে কাজ করেছেন নীল।

সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত "বর্ষা বিহনে" নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.