২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

অ্যান্ড্রয়েডের জন্য নতুন ব্রাউজার আনছে মজিলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৩ অপরাহ্ণ, ০৯ জুলাই ২০১৮

বিশ্বখ্যাত ব্রাউজার ফায়ারফক্স নির্মাতা প্রতিষ্ঠান মজিলা নতুন একটি ব্রাউজার বানাচ্ছে। ওপেন সোর্স ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বানানো নতুন ব্রাউজারের নাম দিয়েছে ফিনিক্স।

গুগল প্লে থেকে এখন পর্যন্ত ১০ কোটি ইনস্টল হয়েছে ফায়ারফক্স। ফলে একে অন্যতম জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার হিসেবে বলা হয়। বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সের তিনটি ব্রাউজার সংস্করণ রয়েছে।

মূলত স্মার্টফোন ও ট্যাবে ব্যবহৃত হয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর এর ব্যবহারকারীরাও কমবয়সী ও প্রযুক্তি পছন্দ করেন। এ কারণে ব্যবহারকারীদের এ বৈশিষ্ট্যটিও বিশেষভাবে লক্ষ্য করছে মজিলা।

মজিলার ওয়েবসাইট ডেভেলপাররা চলতি বছর জুন থেকে সক্রিয়ভাবে এই প্রকল্পে কাজ করছেন বলে জানা গেছে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন