২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় মাধ্যমিক স্কুলশিক্ষকদের স্যাটেলাইট প্রশিক্ষণ শুরু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, ০৬ অক্টোবর ২০১৮

ভোলায় মাধ্যমিক শিক্ষকদের ৬ দিনব্যাপি ‘স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন টিচার্স প্রফেশনাল ডেভলপমেন্ট’ প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (৬ অক্টোবর) জেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আজাহারুল হক।

উপস্থিত ছিলেন- জেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মধাব চন্দ্র দাস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জিহাদ হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুরে আলম ছিদ্দিক, প্রশিক্ষক মো: সামসুল, প্রশিক্ষক মো: ইশতিয়াক প্রমুখ। প্রশিক্ষণে জেলা সদরের ৪০টি বিদ্যালয়ের ৪০জন শিক্ষক এতে অংশগ্রহণ করে। আগামী ১১ অক্টোবর এ প্রশিক্ষণের সমাপ্তি হবে।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন