২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মাদক পরীক্ষা করা যাবে ৫ সেকেন্ডেই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৪ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০১৮

যুক্তরাজ্যের ‘ইন্টেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্টিং’ একটি উন্নতমানের মাদক শনাক্তকারী ডিভাইস তৈরি করেছে। এটি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই রক্তের মাদক জানা যাবে। এজন্য সময় লাগবে মাত্র পাঁচ সেকেন্ড।

রক্তে মাদক আছে কি না তা মাত্র পাঁচ সেকেন্ডেই জানাবে স্ক্যানারটি। এ জন্য হাসপাতালেও জেতে হবে না, স্ক্যানারটির নির্দিষ্ট স্থানে আঙুল রাখলেই সেই ব্যক্তির রক্তে গাঁজা, কোকেন বা হেরোইনের উপস্থিতি জানা যাবে।

মাদকভেদে ৮৬ থেকে ৯২ শতাংশ নির্ভুল ফলাফল জানাতে পারে যুক্তরাজ্যের ‘ইন্টেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্টিং’-এর তৈরি স্ক্যানারটি।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন