৮ ঘণ্টা আগের আপডেট সকাল ৭:২৫ ; রবিবার ; জুন ৪, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

আকস্মিক অশান্ত বিএম কলেজসহ বরিশালের তিন শিক্ষাপ্রতিষ্ঠান

বরিশালটাইমস রিপোর্ট
১১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

বরিশালের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র নেতাদের উগ্রতায় অশান্ত হয়ে উঠেছে । রেব্বার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দফায় দফায় হামলা-সংর্ঘষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। সরকারি বরিশাল কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও বড় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এসব স্থানে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বরিশাল কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের সংর্ঘষ হয়। বাকি দুটি প্রতিষ্ঠানে ছাত্রলীগ-ছাত্রলীগের মধ্যে সংর্ঘষ হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে- শিবির কর্মী সন্দেহে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। দুপুর দেড়টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন- মো. রিপন ও মো. শিহাব। তারা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ শিফাত সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন রূপাতলী কাঠালতলা এলাকায় একটি ভবনে মেস করে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীরা থাকে। শিবির কর্মী রিপন ও শিহাব থাকে ওই মেসে। সেখানকার কিছু ছাত্র রয়েছে ছাত্রলীগের সমর্থক। তারা গত বৃহস্পতিবার বরিশাল নগরীতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যেতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মিছিলে যোগ দেয়। এ কারণে শিবির কর্মী রিপন ও শিহাব মেসে থাকা ছাত্রলীগ সমর্থকদের লাঞ্ছিত করেছে। এতে ক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা রিপন ও শিহাবকে মারধর করেছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, খবর পেয়ে ওই দুই শিক্ষার্থীকে পুলিশ উদ্ধার করেছে। এছাড়া ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সরকারি বরিশাল কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। রিফাত নামে এক ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ও তার সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের কর্মীরা হৃদয় নামে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেন। এর পরপরই দুই গ্র“পের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কিছু সময় বাদে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে সটকে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে থাকা ছাত্রদলের সব ব্যানার-পোস্টার খুলে ও ছিঁড়ে ফেলেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করে।

বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান মাসুম জানান, ক্যাম্পাসে বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা সকাল থেকে অবস্থান করছিলাম। এমন সময় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দাবিদার রফিকুল ইসলাম টিপু তার সহযোগীদের নিয়ে আমাদের একটি ছেলেকে মারধর করেন। এনিয়ে একটু ঝামেলা হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল কর্মী শাহাদাত জানান, আগে থেকেই হামলার প্রস্তুতি নিয়ে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের লোকজনকে মারধর করেছেন।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মামুন হাওলাদার জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

ওদিকে বেলা ১১ টার দিকে বিএম কলেজে ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনিমের অনুসারী বিএম কলেজ ছাত্রলীগের কর্মীদের সাথে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ঘটনাস্থল থেকে তিনজন বহিরাগতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সংঘর্ষে রাজিব হাসান (২৪) ও মিরাজ হোসেন(২১) নামে বি এম কলেজের ২ ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হন। পরে তাকে শেবাচিমে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- মেয়ে ঘটিত ও সিনিয়র জুনিয়র দ্বন্দের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। তবে বহিরাগত হামলাকারীরা ছাত্রলীগ নেতা সাউথ হাসান গ্রুপের ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। দুপুরে সড়ক অবরোধের চেষ্টা চালায় বিক্ষুব্ধরা।”

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপেক্ষের হামলায় ঠিকাদার আহত  আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না: শেখ হাসিনা  বরিশাল সিটি নির্বাচন: বুকে বুক মিলিয়ে এক মঞ্চে হাসনাত-খোকন  নলছিটিতে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু  কলাপাড়ায় ছোট ভাইয়ের হামলায় জখম প্রভাষক বড় ভাই  স্ত্রীর স্বীকৃতি পেতে নাঃগঞ্জ থেকে বেতাগীতে স্বামীর বাড়িতে গৃহবধূ  হজ করতে সাইকেলে চড়ে প্যারিস থেকে মক্কার পথে  পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার  পটুয়াখালী/ উদ্ধারের পর ২৬ বাচ্চা প্রসব করলো মেটে সাপ  অন্তর্বাসে ফোন নিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া সময় শিক্ষার্থী আটক