গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বলেছেন- ‘আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ৯ বছরের ফসল হলো উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া। এ সরকার যদি আবারও ক্ষমতায় আসে বাংলাদেশ সিঙ্গাপুরে পরিণত হবে।’
শনিবার (২৪ মার্চ) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজের দু’টি ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মিয়া মো. হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীর স্ত্রী হোসনেয়ারা বেগম, বনও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। অতিথিরা সভা শেষে কলেজের নবীন বরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা চরফ্যাশনে নির্মিত দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার পায়ে হেঁটে পরিদর্শন করেন।
শিরোনামOther